সোমবার, ৩ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

পাকিস্তান সরকার ও বিচার বিভাগ ফের মুখোমুখি

পাকিস্তান সরকার ও বিচার বিভাগ ফের মুখোমুখি

পাকিস্তান সরকার দেশটির তিন সদস্যের সুপ্রিম কোর্ট বেঞ্চের ওপর ‘সম্পূর্ণ অনাস্থা’ প্রকাশ করে এ বিষয়ে আদালতের কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে। পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনসংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন তিন সদস্যের সুপ্রিম কোর্ট বেঞ্চের দেওয়া সিদ্ধান্তের ওপর এই অনাস্থা জানায় দেশটির পিএমএল-এন (পাকিস্তান মুসলিম লিগ-এন) নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট। শনিবার ক্ষমতাসীন জোটের এ ইঙ্গিতের পর পাকিস্তানে চলমান রাজনৈতিক ও সাংবিধানিক সংকট আরও গভীর হলো বলে মনে করছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা। খবর ডনের। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত জোটের বৈঠকে জানানো হয়েছে, নির্বাচনের তারিখ নিয়ে পিটিআই প্রধান ইমরান খানের সঙ্গে কোনো ধরনের আলোচনা করবে না ক্ষমতাসীন জোট এবং চলতি বছরের অক্টোবরের আগে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না।

সর্বশেষ খবর