রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

পাকিস্তান আইএমএফের সদস্য ভিক্ষুক না : ইসহাক দার

বিশ্বব্যাংক-আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বসন্তকালীন বৈঠকে বহুপক্ষীয় ঋণদাতা কর্মকর্তারা দেখা করতে অস্বীকার করেছেন, একে গুজব ও মিথ্যা অ্যাখ্যা দিয়েছেন পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার। গতকাল তিনি স্পষ্ট করেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অনুরোধে যুক্তরাষ্ট্রের সফর স্থগিত করেছেন। এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে ইসহাক দার বলেন, পাকিস্তান আইএমএফের সদস্য, ভিক্ষুক না। এ বছরের ফেব্রুয়ারির শুরু থেকেই ঋণ চুক্তি নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা করছে পাকিস্তান। এর মধ্যে ফেব্রুয়ারিতে দেশটির মূল্যস্ফীতির হার ছিল গত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ। তাই সংকট মোকাবিলায় আইএমএফের এই ঋণের জন্য মরিয়া হয়ে উঠেছে দেশটির সরকার। কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে ঋণ চুক্তি করার জন্য জ্বালানির দাম বৃদ্ধি করতে হবে পাকিস্তানকে। প্রস্তাবিত জ্বালানির দাম নির্ধারণসহ চুক্তিতে উল্লিখিত কয়েকটি বিষয়ে সংস্থাটির সঙ্গে পাকিস্তান ঐকমত্যে পৌঁছানোর পরপরই ১১০ কোটি ডলারের ঋণ চুক্তিটি স্বাক্ষরিত হবে। আইএমএফের কর্মকর্তা এসথার পেরেজ রুইজ গত মাসে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। এদিকে অর্থনৈতিক সংকটে টালমাটাল পাকিস্তানকে ২৪ কোটি ডলার ঋণ দিয়েছে সৌদি আরব; সেই সঙ্গে শর্ত দিয়েছে- ঋণের অর্থ কেবল ব্যয় করা যাবে বিদ্যুৎ উৎপাদন, সরবরাহ ও অবকাঠামোগত উন্নয়ন এবং মোহমান্দ বহুমুখী জলবিদ্যুৎ প্রকল্প খাতে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর