মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ভূমধ্যসাগরে ভাসছে ৪০০ অভিবাসনপ্রত্যাশীর জাহাজ

ভূমধ্যসাগরে ভাসছে ৪০০ অভিবাসনপ্রত্যাশীর জাহাজ

প্রায় ৪০০ জন অভিবাসনপ্রত্যাশী নিয়ে একটি জাহাজ গ্রিস ও মাল্টার মধ্যবর্তী ভূমধ্যসাগরে ভাসছে বলে জানিয়েছে সাহায্য সংস্থা অ্যালার্ম ফোন। ইউরোপে আসার জন্য ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় বিপদে পড়া মানুষদের সহায়তা করে অ্যালার্ম ফোন। সংস্থাটি রবিবার টুইটারে জানায়, লিবিয়ার তবরুক থেকে রওনা হওয়া একটি জাহাজ থেকে রাতে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানিয়েছে অ্যালার্ম ফোন। জাহাজটি এখন মাল্টার ‘সার্চ অ্যান্ড রেসকিউ এরিয়া’ এসএআর-এ আছে বলে জানিয়েছে তারা। এদিকে জার্মান এনজিও সি-ওয়াচ ইন্টারন্যাশনাল ওই নৌকাটি খুঁজে পাওয়ার কথা টুইট করে জানিয়েছে। আশপাশে দুটি জাহাজ রয়েছে বলেও জানায় তারা। তবে নৌকাটি উদ্ধার না করতে ওই দুই জাহাজকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সি-ওয়াচ ইন্টারন্যাশনাল। তবে মাল্টা একটি জাহাজকে শুধু জ্বালানি দিয়ে নৌকাটিকে সহায়তা করতে বলেছে।

 

সর্বশেষ খবর