মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

তাইওয়ানকে ঘিরে রেখে মহড়া চালাচ্ছে চীন

তাইওয়ানকে ঘিরে রেখে মহড়া চালাচ্ছে চীন

তাইওয়ানকে নিজের অংশ মনে করে চীন। এ জন্য ওই অঞ্চলটির ব্যাপারে কোনো প্রকারের ছাড় দিতে রাজি নয় চীন। এ ক্ষেত্রে যত রকমের আশ্বাস দিক না কেন যুক্তরাষ্ট্র। এর মধ্যে তাইওয়ানের প্রেসিডেন্ট সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গেছেন। কিন্তু বিষয়টিকে ভালোভাবে নেয়নি চীন। তাই তো তাইওয়ানকে শাসাতে তিন দিনের সামরিক মহড়া শুরু করেছে চীন। মূলত বাস্তব যুদ্ধের সময় তাইওয়ানকে কীভাবে চারদিক থেকে ঘিরে ফেলা হবে তার মহড়া এটি। গতকাল তৃতীয় দিনের মতো এই মহড়া হয়েছে। এদিন সমুদ্রে থাকা চীনা এয়ারক্রাফট ক্যারিয়ার দিয়ে ঝাঁকে ঝাঁকে চীনা যুদ্ধবিমান তাইওয়ানের দিকে ছুটে যায়। সমুদ্রের পাশাপাশি আকাশেও তাইওয়ানকে বিচ্ছিন্ন করে দেওয়ার বিষয়টি ঝালিয়ে নিচ্ছে চীন। বিবিসি জানায়, শনিবার থেকে তাইওয়ানের আশপাশে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজের সমাবেশ ঘটিয়েছে বেইজিং। তিন দিনের এই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘জয়েন্ট সোর্ড’।

 

 

সর্বশেষ খবর