বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

১৭০ কোটি টাকায় গাড়ির নম্বরপ্লেট ৫ কোটিতে মোবাইল নম্বর!

১৭০ কোটি টাকায় গাড়ির নম্বরপ্লেট ৫ কোটিতে মোবাইল নম্বর!

‘পি-৭’ লেখা একটি নম্বরপ্লেট। ব্যবহার করা হবে গাড়িতে। তার আগে নিলামে তোলা হয় প্লেটটি। আর তাতেই রেকর্ড হয়েছে। লাখে নয়, কোটি কোটি মূল্যে বিক্রি হলো গাড়ির নম্বরপ্লেটটি! বিষয়টি অবিশ্বাস্য, অকল্পনীয় মনে হলেও বাস্তবে এমনটাই হয়েছে। গাড়ির নম্বরপ্লেটে রয়েছে মাত্র একটি ইংরেজি হরফ এবং একটি সংখ্যা। আর সেটি হলো ‘পি ৭’। ‘মোস্ট নোবেল নম্বরস’ নামে প্রতি বছর দুবাইয়ে নিলামের আসর বসে। এই নিলামে ‘পি-৭’ লেখা নম্বরপ্লেটটি রেকর্ড সাড়ে ৫ কোটি দিরহাম (স্থানীয় মুদ্রা) বা দেড় কোটি ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭০ কোটি টাকা) বিক্রি হয়। দুবাইয়ের নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ও সবচেয়ে অভিজাত নম্বরপেট এটি। এর আগে ২০০৮ সালে আবুধাবিতে একটি নম্বরপ্লেট ৫ কোটি ২২ লাখ দিরহামে বিক্রি হয়েছিল। এতদিন এটাই ছিল সবচেয়ে বেশি দামে ‘অভিজাত’ নম্বরপ্লেট বিক্রির ঘটনা। শুধু ‘পি ৭’-ই নয়, এই অনুষ্ঠানে আরও বিশেষ নম্বরপ্লেট যেমন এএ১৯, এএ২২, এএ৮০, ও৭১, কিউ২২২২২-এর মতো নম্বরও বিক্রি হয়েছে। শুধু তাই-ই নয়, ৯৭১৫৮৩৩৩৩৩৩৩ মোবাইল নম্বরটি বিক্রি হয়েছে পৌনে ৬ কোটি টাকায়।

সর্বশেষ খবর