বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

চীন সফরে ব্রাজিলের প্রেসিডেন্ট

চীন সফরে ব্রাজিলের প্রেসিডেন্ট

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা নির্বাচিত হওয়ার পর চীন সফরে গেলেন। আর বসন্তকালীন ব্যস্ত কূটনৈতিক শিডিউলের মধ্যেই পুরনো বন্ধুকে স্বাগত জানাতে সফল আয়োজনও করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ব্রাজিলের বামপন্থি নেতা ও প্রেসিডেন্ট লুলা দা সিলভা গতকালই চীনে পৌঁছেছেন। সেখানে তিনি আগামী শনিবার পর্যন্ত থাকবেন। এ সফর থেকে চীন ও ব্রাজিল দুই দেশেরই চাওয়ার শেষ নেই। দুটোই উন্নয়নশীল দেশ এবং ক্রমশ অর্থনৈতিক দিক থেকে বিশ্বে প্রভাবশালী অবস্থানের দিকে যাচ্ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিশাল প্রতিনিধি দল নিয়ে লুলার সফরের কথা নিশ্চিত করেন। তিনি বলেন, চীন ব্রাজিলের সঙ্গে একত্রে কাজ করতে প্রস্তুত। বিভিন্ন ক্ষেত্রে আমাদের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ককে আরও এগিয়ে নিতে এ সফর বড় ভূমিকা রাখবে।

সর্বশেষ খবর