বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

কাল বিরল ‘হাইব্রিড’ সূর্যগ্রহণ

কাল বিরল ‘হাইব্রিড’ সূর্যগ্রহণ

পৃথিবী আগামীকাল এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হচ্ছে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবষেণা কেন্দ্র  নাসা। এটি একটি সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণকে মহাকাশ বিজ্ঞানীরা ‘হাইব্রিড’ গ্রহণ বলছেন। এটি হলো একটি বিরল ধরনের গ্রহণ, যা চাঁদের ছায়া পৃথিবীর পৃষ্ঠে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এর চেহারা পরিবর্তন করে। এ সূর্যগ্রহণের বিশেষত্ব হলো পৃথিবী, চাঁদ এবং সূর্য মহাকাশে একটি বিরল সরলরেখায় একত্রিত হবে। এক্ষেত্রে আংশিক বা সম্পূর্ণ সূর্যগ্রহণ হবে না। হাইব্রিড সূর্যগ্রহণে দুটি ঘটনার মিশ্রণ হবে। এর মধ্যে একটি হলো সূর্য, চাঁদ এবং পৃথিবী একটি সরল রেখায় সারিবদ্ধ হবে এবং চাঁদ পৃথিবী থেকে আসা প্রতিফলিত সূর্যালোককে বাধা দেবে। এ সূর্যগ্রহণ নিঙ্গালু ইক্লিপস নামে পরিচিত। হাইব্রিড সূর্যগ্রহণের সময় চাঁদের ছায়ার পথ পরিবর্তিত হবে। যার ফলে পৃথিবীতে একজন পর্যবেক্ষক বা দর্শক কোনো অবস্থান থেকে দেখছেন, তার ওপর নির্ভর করবে গ্রহণ কতটা দেখা যেতে পারে।

উপমহাদেশে দেখা যাবে : না, উপমহাদেশে  হাইব্রিড সূর্যগ্রহণ দেখা যাবে না। দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর এবং অ্যান্টার্কটিকার কিছু অংশে এ হাইব্রিড সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। অস্ট্রেলিয়ার এক্সমাউথে সূর্যগ্রহণ সবচেয়ে ভালোভাবে দৃশ্যমান হবে।

সর্বশেষ খবর