শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

যুদ্ধের মধ্যে কিয়েভের আকাশে আলোর ঝলকানিতে উদ্বেগ

যুদ্ধের মধ্যে কিয়েভের আকাশে আলোর ঝলকানিতে উদ্বেগ

ইউক্রেনের রাজধানী কিয়েভের রাতের আকাশে শক্তিশালী এক আলোর ঝলকানি দেখা যাওয়ার পর ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বাজানো হয়। কিন্তু পরে কিছুই ঘটেনি। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পোপকো টেলিগ্রামে বলেছেন, ‘ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জানানো হলেও এয়ার ডিফেন্স কার্যকর করা হয়নি।’

বুধবার স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে ওই উজ্জ্বল আভায় কিয়েভের আকাশ আলোকিত হয়ে ওঠে, এই রহস্যময় আলো প্রথমে আতঙ্ক ছড়ালেও পরে কৌতূহল ও অনেক জল্পনার কারণ হয়। কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন, এটি পৃথিবীতে পড়া মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার একটি কৃত্রিম উপগ্রহ।

কিন্তু নাসা বিবিসিকে জানিয়েছে, তাদের যে কৃত্রিম উপগ্রহটি বুধবার ফের বায়ুম লে প্রবেশ করতে পারে বলে তারা জানিয়েছিল সেটি ওই সময় (কিয়েভ সময় বুধবার রাত প্রায় ১০টা) কক্ষপথেই ছিল, তবে রাতের মধ্যেই তা পড়তে পারে। ইউক্রেনের বিমান বাহিনীর ধারণা, আলোর ঝলকানিটি কোনো পতিত উল্কার কারণে ঘটেছে। তবে এটি যাই হোক, রাশিয়ার কোনো ক্ষেপণাস্ত্র হামলার কারণে যে এমনটি ঘটেনি, এ বিষয়ে ইউক্রেইনীয় বিমান বাহিনীকে যথেষ্ট আস্থাশীল বলে মনে হয়েছে; জানিয়েছে বিবিসি।

সর্বশেষ খবর