সোমবার, ১ মে, ২০২৩ ০০:০০ টা
রাজা তৃতীয় চার্লসের অভিষেক

ঐতিহাসিক মুকুটে বিশেষ পরিবর্তন!

ঐতিহাসিক মুকুটে বিশেষ পরিবর্তন!

১৯৬৯ সালের ১ জুলাই চার্লস যখন যুবরাজের মুকুট পরেন -এএফপি

ব্রিটেনের রাজা হিসেবে তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক আগামী শনিবার। ইতোমধ্যে সেই অনুষ্ঠানের প্রস্তুতি তুঙ্গে। অনুষ্ঠান উপলক্ষে দেশটির সাধারণ মানুষের জীবনযাপনেও পরিবর্তন ঘটছে। ব্যবসায়ীরা নতুন পণ্য বাজারে ছাড়ছে। আর ওয়েস্টমিনস্টার অ্যাবেতে এই রাজকীয় যজ্ঞকে কেন্দ্র করে ১৭ শতকের ঐতিহাসিক সেন্ট এডওয়ার্ড রাজ মুকুটের কিছুটা পরিবর্তন করা হচ্ছে। এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানায়, ৬ মে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের আগে খাঁটি সোনা, রুবির আবরণযুক্ত, মণি, নীলকান্তমণি, পোখরাজ, টুম্যালিন খচিত মুকুটটিতে কিছুটা পরিবর্তনের কাজ করা হবে। রাজা তৃতীয় চার্লস যে মুকুটটি পরিধান করবেন, তার ওপরের অংশটি বেগুনি রঙের। উচ্চতা ৩০ সেন্টিমিটার। এটি বেশ ভারী। মুকুটটি শেষবার রানি দ্বিতীয় এলিজাবেথ ১৯৫৩ সালে তাঁর অভিষেকের সময় পরেছিলেন। ৬ মে রাজা তৃতীয় চার্লস (৭৪) তাঁর স্ত্রী রানি কনসর্ট ক্যামিলার সঙ্গে মুকুট পরবেন। অনুষ্ঠানের পর ৮ মে জাতীয় ছুটি থাকবে দেশটিতে। অনুষ্ঠানে এবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন খ্রিস্টান ছাড়া অন্য ধর্মাবলম্বী নেতারা। অনুষ্ঠানে বাইবেল থেকে পাঠ করবেন হিন্দু ধর্মাবলম্বী প্রধানমন্ত্রী ঋষি সুনাক। প্রসঙ্গত, ধর্মপ্রাণ খ্রিস্টান হিসেবেই পরিচিত চার্লস।

সর্বশেষ খবর