শনিবার, ৬ মে, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

পাকিস্তান সরকার ও ইমরানের দলের মধ্যে গুরুত্বপূর্ণ চুক্তি

পাকিস্তান সরকার এবং বিরোধী দল পিটিআইয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। যার আওতায় সারা দেশে একই দিনে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে একমত হয়েছে। তবে নির্বাচনের তারিখ নিয়ে এখনো একমত হয়নি। দুই দিন আগে গভীর রাত পর্যন্ত ক্ষমতাসীন দল ও বিরোধী দলের নেতাদের মধ্যে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। দীর্ঘদিন ধরে নির্বাচন অনুষ্ঠানের দাবি নিয়ে পাকিস্তানে অচলাবস্থা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে এক দিন নির্বাচন করতে রাজি হওয়া পাকিস্তানের রাজনীতির জন্য বড় পদক্ষেপ। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দল দীর্ঘদিন পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। আর সরকার কোনো না কোনো অজুহাতে তা এড়াতে চাইছিল। এখন উভয় দলের বৈঠকে একই দিনে সব প্রাদেশিক ও কেন্দ্রীয় নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনের সুষ্ঠুতা বজায় রাখার জন্য তত্ত্বাবধায়ক সেটআপের তত্ত্বাবধানে এসব নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও উভয় দলের বৈঠকে একমত হয়েছে।

 

সর্বশেষ খবর