বুধবার, ১০ মে, ২০২৩ ০০:০০ টা

সাংবাদিকতার সর্বোচ্চ পুরস্কার ‘পুলিৎজার’ পেল নিউইয়র্ক টাইমস

সাংবাদিকতার সর্বোচ্চ পুরস্কার ‘পুলিৎজার’ পেল নিউইয়র্ক টাইমস

সাংবাদিকতার সর্বোচ্চ পুরস্কার ‘পুলিৎজার’ পেল নিউইয়র্ক টাইমস। সোমবার এই ঘোষণা করা হয়। পুলিৎজারের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচনা করা হয় পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডকে। এবার এই পুরস্কার পেয়েছে এপি। এ বছর সাংবাদিকতায় ১৫টি ক্যাটাগরিতে দেওয়া হয়েছে পুলিৎজার সম্মাননা। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেকে পাবে ১৫ হাজার ডলার করে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তিযুক্ত খবর প্রকাশের জন্য নিউইয়র্ক টাইমস এবং অনুসন্ধানী সাংবাদিকতার জন্য ওয়াল স্ট্রিট জার্নাল পুলিৎজার পেল। এ ছাড়া লস অ্যাঞ্জেলেস টাইমস ব্রেকিং নিউজের জন্য পুলিৎজার পেয়েছে। ওয়াশিংটন পোস্ট পেয়েছে জাতীয় খবরের জন্য। ওয়াল স্ট্রিট জার্নাল ফেডারেল এজেন্সির প্রচুর অফিসার বা কর্মকর্তার আর্থিক বিষয়ে স্বার্থের সংঘাতের খবর করেছিল। তার জন্য তারা পুলিৎজার পেয়েছে। লস অ্যাঞ্জেলেস টাইমসের ব্রেকিং নিউজে এক শহরের কর্মকর্তার বর্ণবিদ্বেষী মন্তব্যের রেকর্ড করা অডিও প্রচার করা হয়। ওয়াশিংটন পোস্ট পুলিৎজার পেয়েছে গর্ভপাত নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর ওই বিষয়ে তাদের রিপোর্টিংয়ের জন্য। নিউইয়র্ক টাইমস ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে আন্তর্জাতিক কভারেজের জন্য পুলিৎজার পেয়েছে। স্থানীয় খবরের জন্য মিসিসিপি টুডের সাংবাদিক অ্যানা উলফে পুলিৎজার পেয়েছেন।

সর্বশেষ খবর