বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ ০০:০০ টা
আদালতে ইমরান খান

বিষাক্ত ইনজেকশন দিয়ে হত্যার চেষ্টা হচ্ছে

বিষাক্ত ইনজেকশন দিয়ে হত্যার চেষ্টা হচ্ছে

ইমরান খানের গ্রেফতারিতে উত্তাল পাকিস্তান। বিশ্ব গণমাধ্যমে এখন মূল সংবাদ পাকিস্তান পরিস্থিতি। সামাজিক মাধ্যম ছেয়ে যাচ্ছে সংঘর্ষের ভিডিওতে। এ অবস্থায় গতকাল আদালতে তোলা হয় ইমরান খানকে। সেখানে তিনি অভিযোগ করেন, বিষ প্রয়োগ করে তাঁকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। আদালতে দাঁড়িয়ে তিনি বলেছেন, হেফাজতে তাঁর ওপর অকথ্য অত্যাচার চালানো হচ্ছে। তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ইমরান খান। তাঁকে আট দিনের জন্য রিমাণ্ডে পাঠিয়েছে ইসলামাবাদের আদালত। মঙ্গলবার গ্রেফতারের পরে গতকাল আদালতে পেশ করা হয় ইমরানকে। সেখানেই একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি। শাহবাজ শরিফের আর্থিক তছরুপ মামলার সাক্ষী মাকসুদ চাপরাশি যেভাবে মারা গিয়েছিলেন, একই হাল তাঁরও হতে পারে বলে আশঙ্কা করেছেন ইমরান। আদালতে ইমরান বলেন, ‘২৪ ঘণ্টায় আমাকে একবারও শৌচাগারে যেতে দেওয়া হয়নি। মনে হচ্ছে আমারও মাকসুদ চাপরাশির মতোই হাল হবে। ওকে একটা বিশেষ ধরনের ইনজেকশন দেওয়া হতো। ফলে ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হয়। শেষে হৃদরোগে মৃত্যু হয় তাঁর।

আমারও মনে হয়, একই বিষাক্ত ইনজেকশন দিয়ে আমাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হবে।’

ইমরানকে ১৪ দিনের জন্য হেফাজতে রাখার অনুমতি চেয়েছিল ন্যাব। তবে আপাতত আট দিনের জন্য হেফাজতে থাকবেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। আদালতে তিনি বলেছেন, তাঁর ব্যক্তিগত চিকিৎসককে যেন হেফাজতে যাতায়াত করার অনুমতি দেওয়া হয়। তবে ইমরানের এই আবেদন গ্রাহ্য হয়েছে কি না, তা জানা যায়নি।

সর্বশেষ খবর