শনিবার, ১৩ মে, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

‘টাইটেল ৪২’র অবসান, হাজার হাজার মানুষ ঢুকছে যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

করোনার সংক্রমণ রোধে যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিলেন দেশটির তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জারিকৃত নিষেধাজ্ঞাটির নাম ছিল ‘টাইটেল ৪২’। তিন বছর পর পরশু সেই নিষেধাজ্ঞার অবসান হয়। এর পরই দক্ষিণের সীমান্ত দিয়ে গতকাল ভোরে ৮ হাজারের অধিক মানুষ মেক্সিকো সীমান্ত ফাঁড়ি অতিক্রম করে যুক্তরাষ্ট্রে ঢোকেন। টেক্সাসের এলপাসো সীমান্ত-ফাঁড়িতে ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদনকারীদের নোটিস ধরিয়ে দিচ্ছেন পছন্দের সিটিতে পৌঁছার ৬০ দিনের মধ্যে ইমিগ্রেশন কোর্টে হাজিরার জন্য। ট্রাম্প আমলে নির্মিত সীমান্ত-দেয়ালের মধ্যে দুটি প্রবেশ পথ (সীমান্ত ফাঁড়ি) ৪০, ৪২ দিয়ে ঢুকানো হচ্ছে সেন্ট্রাল আমেরিকার দেশগুলো থেকে আসা শরণার্থীদের। ‘টাইটেল ৪২’ বহাল থাকার কারণে গত সপ্তাহে দৈনিক গড়ে ১০ সহস্রাধিক শরণার্থী-রাজনৈতিক আশ্রয় প্রার্থীকে সীমান্তরক্ষীরা গ্রেফতার করে হোমল্যান্ড সিকিউরিটির ডিটেনশন সেন্টারে রেখেছে। কিন্তু ডিটেনশন সেন্টারেও এখন আর জায়গা না থাকায় হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী আলেজান্দ্রো মেয়রকাস সহজশর্তে সবাইকে পছন্দের সিটিতে (অর্থাৎ যেখানে তাদের পূর্বপরিচিত অথবা আত্মীয়-স্বজন রয়েছে) গমনের সুযোগ দিচ্ছেন।

সর্বশেষ খবর