শনিবার, ২৭ মে, ২০২৩ ০০:০০ টা

ইউক্রেনের হাসপাতালে রকেট হামলা

ইউক্রেনের হাসপাতালে রকেট হামলা

দনিপ্রোতে হাসপাতালে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় আগুন ধরে যায় -এএফপি

পূর্ব ইউক্রেনের দনিপ্রোতে একটি চিকিৎসা কেন্দ্রের ওপর রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে দুজন নিহত এবং আরও অন্তত ২৩ জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ আক্রমণের কথা নিশ্চিত করে বলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন হাসপাতালটি থেকে লোকজনকে উদ্ধার করা এবং আক্রান্ত স্থানটি পরিষ্কার করার জন্য কাজ করছেন। আহতদের মধ্যে দুই শিশুও রয়েছে এবং মোট ২১ জন আহত লোককে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এর আগে আঞ্চলিক গভর্নর সেরহি লিসাক বলেন, রকেট এবং ড্রোন ব্যবহার করে শহরটিতে আক্রমণ চালানো হয়েছে। এ ছাড়া রাজধানী কিয়েভেও হামলা হয়েছে। ধ্বংসপ্রাপ্ত ড্রোনের টুকরো পড়ে বাড়িঘর, শপিং সেন্টার ও কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া গতকাল ক্রাইমিয়ার পূর্বদিকে রাশিয়ার ভিতরে ক্রাসনোডারে এক বিস্ফোরণে কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়। আঞ্চলিক গভর্নর বলেছেন দুটি ইউক্রেনীয় ড্রোন হামলায় এ বিস্ফোরণ ঘটেছে। রাশিয়ার বেলগোরদ অঞ্চলেও গত রাতে অন্তত ১৩০টি হামলা হয় বলে সেখানকার গভর্নর জানিয়েছেন।

জার্মানি, সুইডেন আর ডেনমার্কের রাষ্ট্রদূতকে তলব : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই গত সেন্টেম্বরে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। চারটি শক্তিশালী বিস্ফোরণে পাইপলাইনের অন্তত ১৬৪ ফুট দীর্ঘ অংশ ধ্বংস হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় পাশে থাকা পাইপলাইন নর্ড স্ট্রিম-টু। বাল্টিক সাগরের মধ্য দিয়ে যাওয়া রাশিয়া ও জার্মানির মধ্যে সংযোগ রক্ষাকারী ওই গ্যাস পাইপলাইনটি বিস্ফোরণের পর ঘটনার তদন্তের দায়িত্ব যায় তিনটি দেশের এক্তিয়ারে। এবার সেই- সংক্রান্ত তদন্তে ফলাফলের অভাব রয়েছে সেই অভিযোগে জার্মানি, সুইডেন ও ডেনমার্কের রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া। বৃহস্পতিবার রুশ বিদেশ দফতরের তরফে জানানো হয়, নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনাটি কাকতালীয় নয়। কিন্তু আমরা লক্ষ্য করেছি এ দেশগুলো নাশকতার ঘটনা ও তার তদন্তের ফলাফল জানাতে আগ্রহী নয়। এর বদলে তারা তদন্ত প্রক্রিয়াকে বিলম্বিত করছে। তারা মূল অপরাধীদের শনাক্ত না করে কাকে আড়াল করার চেষ্টা করছে? অবশ্য ওই বিস্ফোরণের পর সুইডেন ও ডেনমার্ক জানিয়েছিল, গত বছরে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণটি ইচ্ছা করেই ঘটানো হয়েছিল। কিন্তু কে বা কারা এ ঘটনা ঘটায় তা ছিল রহস্যের অন্তরালে।

সর্বশেষ খবর