লাইব্রেরি থেকে অনেকে বই ধার নেয়। তা পরে ফেরতও দেয়। তবে মাঝে মধ্যে সেই ধার দিতে একটু দেরিও হয়। এ জন্য অবশ্য জরিমানা দিতে হয়। কিন্তু সেই বই ফেরত যদি ১০০ বছর পরে হয়! তা হলে বিষয়টি কেমন হয়। হ্যাঁ, এমন কান্ডই ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটির ক্যালিফোর্নিয়ার সেন্ট হেলেনা পাবলিক লাইব্রেরিতে বই ফেরত এলো প্রায় ১০০ বছর পরে। ওই গ্রন্থাগার কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা এমন একটি বই ফেরত পেয়েছেন, যেটি প্রায় ১০০ বছর আগে ওই গ্রন্থাগার থেকে পড়ার জন্য ধার নেওয়া হয়েছিল! বইটি দেওয়ার পরে গ্রন্থাগারের নথিতে উল্লেখ করা হয়েছিল, এটি ফেরত দেওয়া হবে ১৯২৭ সালের ২১ ফেব্রুয়ারি। কিন্তু বইটি আর জমা পড়েনি। সম্প্রতি এক ব্যক্তি বইটি গ্রন্থাগারে ফেরত দিয়েছেন। তবে বইটি ঠিক কে ধার নিয়েছিলেন গ্রন্থাগারের নথি থেকে তা স্পষ্ট করে বোঝা যায়নি। একটা নাম পাওয়া গেছে, তবে সেই নামটি নিয়ে খুব নিশ্চিত নয় লাইব্রেরি।