শনিবার, ১০ জুন, ২০২৩ ০০:০০ টা

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর নিউইয়র্ক

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর নিউইয়র্ক

স্ট্যাচু অব লিবার্টি, নিউইয়র্ক

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের জায়গা দখল করেছে নিউইয়র্ক। এর আগে কয়েক বছর ধরে এ জায়গাটি ধরে রেখেছিল হংকং। লন্ডনের আর্থিক সমীক্ষা সংস্থা ইসিএ ইন্টারন্যাশনাল প্রকাশিত ২০২৩ সালের ‘কস্ট অব লিভিং র‌্যাঙ্কিং’ শীর্ষক রিপোর্টে দাবি করা হয়েছে। তাতে বলা হয়েছে, প্রবাসী হিসেবে জীবনধারণের জন্য একজন ব্যক্তিকে সবচেয়ে বেশি অর্থ খরচ করতে হবে যুক্তরাষ্ট্রের ওই শহরে।

নতুন রিপোর্ট অনুযায়ী সুইজারল্যান্ডের জেনেভা তালিকার তৃতীয় স্থানে রয়েছে। খরচের হিসাবে চতুর্থ স্থানে ব্রিটেনের রাজধানী লন্ডন। পঞ্চম স্থানে এশিয়ার আর এক শহর সিঙ্গাপুর। গত বছর সিঙ্গাপুর ছিল ১৩ নম্বরে। গত বছরের তুলনায় বিশ্বের বড় শহরগুলোতে জীবনধারণের খরচ অনেকটাই বেড়ে গেছে বলে রিপোর্টে বলা হয়েছে। অতিমারির পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবই এ মূল্যবৃদ্ধির কারণ বলে মনে করছেন ইসিএ ইন্টারন্যাশনালের আর্থিক বিশেষজ্ঞরা। তালিকায় জেনে নেওয়া যাক বিশ্বের শীর্ষ ২০টি ব্যয়বহুল স্থান : নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র), হংকং (চীন), জেনেভা, (সুইজারল্যান্ড), লন্ডন, (যুক্তরাজ্য), সিঙ্গাপুর, জুরিখ, সুইজারল্যান্ড, সানফ্রান্সিসকো, (যুক্তরাষ্ট্র), তেল আবিব, (ইসরায়েল), সিউল, (দক্ষিণ কোরিয়া),  টোকিও, (জাপান), বার্ন, (সুইজারল্যান্ড), দুবাই (সংযুক্ত আরব আমিরাত), সাংহাই, (চীন), গুয়াংজু (চীন), লস অ্যাঞ্জেলেস, (যুক্তরাষ্ট্র), শেনজেন (চীন), বেইজিং (চীন), কোপেনহেগেন, (ডেনমার্ক), আবুধাবি, (সংযুক্ত আরব আমিরাত), শিকাগো (যুক্তরাষ্ট্র)।

সর্বশেষ খবর