শুক্রবার, ৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

২৪ ঘণ্টায় ২২০০ ভূমিকম্প

২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিম ইউরোপের দেশ আইসল্যান্ডে ২২০০টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। তারপর থেকেই আতঙ্কে গোটা দেশ। আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিকের আশপাশের এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। আইসল্যান্ড আবহাওয়া অফিস (আইএমও) সতর্ক করেছে যে এটি একটি সংকেত যে আগ্নেয়গিরিটি শিগগিরই অগ্ন্যুৎপাত হতে পারে। আইএমও আরও জানিয়েছে, গত মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৪টায় প্রথম ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল রাজধানী থেকে ৪০ কিলোমিটার দূরে ফাগরাদশপিয়াচ পাহাড়ের নিচে। ফাগরাদশপিয়াচ একটি আগ্নেয়গিরির ওপর অবস্থিত। আগ্নেয়গিরিটি থেকে দুই বছরে দুই দফায় লাভা উদগিরণ হয়েছে একবার ২০২১ সালে, এরপর ২০২২ সালে। সংস্থাটি জানিয়েছে, প্রায় ২২০০ ভূমিকম্প আপাতত হয়েছে এবং সবচেয়ে বড় ভূমিকম্প আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিম অংশে অনুভূত হয়েছে। এতে আরও ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। ২০১০ সালের এপ্রিল ইজাফজাল্লাজোকুল আগ্নেয়গিরিতে ব্যাপক অগুœ্যৎপাতের পর প্রায় ১ লাখ ফ্লাইট বাতিল করা হয়েছিল। তার জেরে ১০ মিলিয়নেরও বেশি যাত্রী আটকে গেছিলেন। ২০২১ এবং ২০২২ উভয় বছরেই ফাগ্রাডালসফজল পর্বতের কাছে লাভা বেরিয়েছিল। আইসল্যান্ড ভূমিকম্পের জন্য একটি সংবেদনশীল অঞ্চল হিসেবে বিবেচিত হয়। যেখানে সাধারণত বছরে ১ হাজার ভূমিকম্প হয়। এর পাশাপাশি, আগ্নেয়গিরির অগুœ্যৎপাতের ঘটনার জন্য এ দেশটিকে সমগ্র ইউরোপের মধ্যে সবচেয়ে সংবেদনশীল হিসেবে বিবেচনা করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর