সুইজারল্যান্ড বলেছে, তারা সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার সফরসঙ্গীদের সম্পদ জব্দের ক্ষেত্রে আরও কঠোরতা অবলম্বন করছে। এক বিবৃতিতে শুক্রবার দেশটি বলেছে, নিষেধাজ্ঞার ক্ষেত্রে অগ্রগতি সত্ত্বেও সুইজারল্যান্ড থেকে সাবেক আসাদ সরকারের কোনো সম্পদ যেন বেরিয়ে যেতে না পারে সরকার তা নিশ্চিত করতে চায়। ডিসেম্বরে বিদ্রোহীদের হামলায় মধ্যপ্রাচ্যের দেশটিতে আসাদ এবং তার পরিবারের কয়েক দশকের ক্ষমতার অবসান ঘটে। দেশটিতে বছরের পর বছর ধরে চলা নৃশংস গৃহযুদ্ধে ৫ লাখেরও বেশি মানুষ নিহত ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। ২০১১ সালে সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সুইজারল্যান্ড সম্পদ-জব্দ ব্যবস্থায় যুক্ত ছিল। সুইস কর্মকর্তা বার্ন বলেন, সুইজারল্যান্ডে প্রায় ৯ কোটি ৯০ লাখ সুইস ফ্রাঁ (১১ কোটি ২৫ লাখ মার্কিন ডলার) মূল্যের সম্পদ জব্দ করা হয়েছে, এর প্রায় দুই-তৃতীয়াংশ সাবেক আসাদ সরকারের সদস্য ও তাদের সফরসঙ্গীদের। সরকারের মতে, এ সম্পদগুলো অবৈধ হতে পারে বলে নিশ্চিত করার জন্য তা জব্দে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এ সিদ্ধান্তের ফলে সিরিয়ার সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট আরও পাঁচ ব্যক্তির অবৈধভাবে অর্জিত সম্পদ জব্দ করা সম্ভব হবে। এ পদক্ষেপের অর্থ হলো- আসাদের কোনো সম্পদের বৈধতার বিচারিক তদন্তের আগে সুইজারল্যান্ড থেকে স্থানান্তর হতে পারবে না। বার্ন বলেন, ভবিষ্যতে যদি ফৌজদারি ও পারস্পরিক সহায়তা কার্যক্রমে দেখা যায় যে সম্পদগুলো আসলে অবৈধ উৎসের, তবে সুইজারল্যান্ড সেগুলো এমনভাবে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে যাতে সিরিয়ার জনগণ উপকৃত হয়। -রয়টার্স
শিরোনাম
- চিন্ময় দাসের জামিন হাইকোর্টে
- ‘পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি করব, তাদের চটাব না’
- বগুড়ায় হত্যা মামলায় দুজনের ফাঁসি
- অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
- বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
- অভিবাসন সাংবাদিকতার উন্নয়নে ‘মার্সেই সনদ’ সই
- নরসিংদী কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
- ইটভাটার কালো ধোয়ায় কৃষকের স্বপ্ন পুড়ে ছাঁই
- লক্ষ্মীপুরে দখল-দূষণে বিপন্ন খাল ও নদী উদ্ধারে অভিযান
- ‘শ্রমিক-মালিকের স্বার্থ অক্ষুণ্ন রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে’
- রাজবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার
- আতিকুল-মামুনসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার
- মারীখালি নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
- নাটোরে পিকআপের চাপায় বৃদ্ধ নিহত
- বরগুনায় স্বাস্থ্য জনবল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
- কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ভ্যাঙ্কুভারে বাঙালির মিলনমেলা, সংগীতে মাতোয়ারা প্রবাসীরা
- যে কোনও আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ
- মাদকাসক্ত ছেলেকে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার
আসাদের সম্পদ জব্দের ওপর কড়াকড়ি আরোপ
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর