ইউক্রেন যুদ্ধে নিয়োজিত রুশ সেনাদের সংখ্যা নিয়ে নতুন তথ্য দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট বৃহস্পতিবার জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধের সম্মুখসারিতে বর্তমানে প্রায় ৭ লাখ রুশ সেনা মোতায়েন রয়েছে। এ সংখ্যাটি রাশিয়ার সক্রিয় সামরিক কর্মীদের প্রায় অর্ধেক। পার্লামেন্টারি গ্রুপগুলোর নেতাদের সঙ্গে এক বৈঠকে পুতিন এ মন্তব্য করেন। ‘নায়কদের সময়’ নামক একটি নতুন কর্মসূচির বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য দেন। -প্রেস টিভি
এ কর্মসূচির লক্ষ্য হলো যুদ্ধ ক্ষেত্রে বীরত্বের স্বাক্ষর রাখা সেনাদের সরকারি চাকরির জন্য প্রশিক্ষণ দেওয়া। পুতিন বলেন, সরাসরি যুদ্ধক্ষেত্রে ৭ লাখের বেশি সেনা রয়েছে, তাই আমাদের তাদের মধ্য থেকে বাছাই করতে হবে। যারা এ কাজের জন্য উপযুক্ত এবং ইচ্ছুক, তাদেরই আমাদের বেছে নিতে হবে। মস্কো সাধারণত সংঘাতে নিয়োজিত সেনাদের সঠিক সংখ্যা প্রকাশ করে না। এর আগে সর্বশেষ, ২০২৪ সালের জানুয়ারিতে পুতিন জানিয়েছিলেন, প্রায় ৬ লাখ সেনা যুদ্ধাঞ্চলে রয়েছে। গত বছরের সেপ্টেম্বরে রাশিয়া তার স্থায়ী সেনাবাহিনীর আকার প্রায় ২৪ লাখে উন্নীত করে, যার মধ্যে সক্রিয় সামরিক কর্মী ছিল ১৫ লাখ। তবে, এই পদগুলো বর্তমানে কতটা পূর্ণ আছে, তা এখনো পরিষ্কার নয়।