বাংলাদেশিদের জন্য ওমরা ভিসার ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি সরকার।
রয়েল অ্যাম্বাসি অব সৌদি আরব এক চিঠিতে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছে।
আজ সোমবার বিকেলে ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, মানবপাচারের অভিযোগ পেয়ে মন্ত্রণালয় দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর সৌদি সরকার বাংলাদেশিদের ভিসা উন্মুক্ত করে দিয়েছে।
তিনি বলেন, আমাদের কাছে ২০ ডিসেম্বরের (ইস্যু করা) একটি চিঠি এসেছে। অবশ্য তার আগেই দেশটির সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেয়।
বিডি-প্রতিদিন/ ২১ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন