Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১০ আগস্ট, ২০১৯ ০৭:২৮

এবার হজের খুতবা দিবেন যে ইমাম

মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব:

এবার হজের খুতবা দিবেন যে ইমাম

শনিবার (৯ জিলহজ) পবিত্র হজ। হজে গুরুত্বপূর্ণ একটি কাজ খুতবা প্রদান। আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে বিশ্ব মুসলিম উম্মাহর উদ্দেশ্যে এ ভাষণ প্রদান করা হয়ে থাকে। এতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনার পাশাপাশি নিজেদের গুনাহ মাফ ও মুসলিম মিল্লাতের জন্য দোয়া করা হয়। 

আরাফাতের ময়দানে মসজিদে নামিরাহ থেকে এবার হজের খুতবা পাঠ করবেনা শাইখ ড. মুহাম্মদ বিন হাসান আল-শাইখ। প্রতি বছর অসংখ্য সরকারী বেসরকারী টেলিভিশন চ্যানেল এই খুৎবা সরাসরি সম্প্রচার করে থাকে।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএসপি সূত্রে জানা যায়, হারামাইন আশ শরিফাইনের খাদেম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ এক রাজকীয় ফরমান জারির মাধ্যমে এ বছর আরাফাতের ময়দানে খতিব হিসেবে শাইখ ড. মুহাম্মদ বিন হাসান আল-শাইখকে নিয়োগ প্রদান করেন।

শাইখ ড. মুহাম্মদ বিন হাসান আল-শাইখ সৌদি আরবের সর্বোচ্চ উলামা বোর্ডের সদস্য এবং খাদেমুল হারামাইন শরিফাইনের হাদিস কমপ্লেক্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিডি প্রতিদিন/হিমেল


আপনার মন্তব্য