বিজয় আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অসীম দান ও বিশেষ নেয়ামত। কেননা ইসলাম পরাধীনতাকে পছন্দ করে না। আমরা যে নেয়ামত পেয়েছি এ জন্য নফল নামাজ আদায় করে দেশের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করতে পারি। রসুল (সা.) মক্কা বিজয়ের পর আট রাকাত নামাজ আদায় করেছিলেন বলে বর্ণনা পাওয়া যায়। এ ছাড়া তাসবিহ পাঠ করে আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করাসহ দেশের জন্য এবং যাঁরা রক্ত দিয়ে বিজয় এনেছেন তাঁদের জন্য প্রার্থনা করা দোষণীয় নয়। বিজয় সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহতায়ালা বলেন, ‘যখন আল্লাহতায়ালার পক্ষ থেকে বিজয় বা সাহায্য আসবে তখন মানুষকে তুমি দেখবে তারা দলে দলে আল্লাহর দীনে প্রবেশ করছে। অতঃপর তুমি তোমার মালিকের প্রশংসা কর এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা কর, অবশ্যই মহান আল্লাহ তওবা কবুলকারী।’ সুরা আন নাসর-১-৩।
১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। ১৯৭১ সালে বর্বর পাকিস্তান সেনাবাহিনী ও তাদের এ দেশীয় দোসররা গণহত্যা, নারীর সম্ভ্রম হরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগের মতো জঘন্য ঘটনা ঘটিয়েছে। বছরের পর বছর শোষণ-শাসন অপমানের শিকার বাঙালি জনগণ তখন ভিজে মাটির সোঁদা গন্ধ হৃদয়ে ধারণ করে ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে। ৯ মাসের মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষ নিজেদের তাজা প্রাণ বিলিয়ে দিয়েছেন দেশের জন্য। জানা-অজানা বহু মানুষ হারিয়ে গেছেন ফিরে না আসার দেশে। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে ঐতিহাসিক বিজয়। বাংলার দেশপ্রেমিকরা মৃত্যুকে উপেক্ষা করে এবং যুদ্ধে বিজয়ী হয়ে দেশ স্বাধীন করেছেন ও আমাদের জুলুম-নির্যাতন থেকে মুক্ত করেছেন। প্রত্যেক মানুষ তার ভূমিষ্ঠ স্থান এবং তার লালনপালনের স্থানটিকে সহজাতভাবেই ভালোবাসে। কেননা জন্মভূমিকে ভালোবাসা একজন নাগরিকের নৈতিক ও ইমানি দায়িত্ব। তা ছাড়া এটা রসুল (সা.)-এর আদর্শ। যাঁরা এই বিজয় এনে দিয়েছেন তাঁরা প্রাতঃস্মরণীয়। তাঁদের আমল কিয়ামত পর্যন্ত বৃদ্ধি পেতে থাকবে। রসুল (সা.) বলেছেন, ‘মৃত্যুর পর মানুষের সব আমল বন্ধ হয়ে যায়। ফলে তার আমল আর বৃদ্ধি পেতে পারে না, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, যে ব্যক্তি কোনো রাষ্ট্রে সার্বভৌমত্ব রক্ষার জন্য সীমান্ত প্রহরায় নিয়োজিত থাকাবস্থায় মৃত্যুবরণ করেন, তাঁর আমল কিয়ামত পর্যন্ত বৃদ্ধি পেতে থাকবে এবং কবরের প্রশ্ন উত্তর থেকে তিনি মুক্তি পাবেন।’ তিরমিজি, আবু দাউদ।
প্রিয় পাঠক, আসুন বিজয় দিবসে আমরা অঙ্গীকারবদ্ধ হই দেশকে ভালোবাসব। আমরা দুর্নীতি, কালোবাজারিসহ দেশের ক্ষতি হবে এমন কোনো কাজ করব না এবং অন্যকে করতে দেব না। সর্বদা দেশের উন্নয়নের কথা ভেবে সঠিক কাজের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। হে আল্লাহ আমাদের দেশকে কবুল করুন। দেশের জন্য যাঁরা রক্ত দিয়ে বিজয় এনে দিয়েছেন তাঁদের উত্তম প্রতিদান দান করুন। আমিন।
লেখক : ইসলামবিষয়ক গবেষক
বিডি প্রতিদিন/এমআই