প্রত্যেকের জীবনে সংকট আসে। অনেকগুলো বিপদ একসঙ্গে আসে। এমন অবস্থায় মানুষ অস্থির হয়ে পড়ে এবং ভুল সিদ্ধান্ত নিয়ে বসে। অথচ মহান আল্লাহর ওপর ভরসা রেখে তাঁর কাছে সমাধান চাইলে তিনি বান্দাকে ফিরিয়ে দেন না।
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা গাফির: ৬০)
আল্লাহ সাড়া দেওয়া মানে বান্দার কোনো চিন্তার প্রয়োজন নেই। তাই আমাদের দায়িত্ব হলো- যেকোনো প্রয়োজনে এবং যেকোনো সংকটময় পরিস্থিতিতে দয়াবান আল্লাহর কাছে সাহায্য চাওয়া।
প্রিয়নবী (স.) বিভিন্ন সময় ও প্রেক্ষাপটে বিভিন্ন দোয়া করেছেন এবং উম্মতকে শিক্ষা দিয়েছেন। এর মধ্যে রয়েছে কঠিন পরিস্থিতি থেকে মুক্তিলাভের দোয়া। অবশ্য এরকম একাধিক দোয়ার উল্লেখ রয়েছে কোরআন-হাদিসে। এরই মধ্য থেকে খুব গুরুত্বপূর্ণ একটি দোয়াগু নিচে তুলে ধরা হলো।
উচ্চারণ : আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান, ওয়া আনতা তাজআলুল হাজনা ইজা শিতা সাহলান।
অর্থ : হে আল্লাহ! আপনি যা সহজ করেছেন তা ছাড়া কোনো কিছুই সহজ নয়। আর যখন আপনি ইচ্ছা করেন তখন কঠিন বিষয়ও সহজ করে দেন।
সূত্র : আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) উক্ত দোয়া পাঠ করতেন। (ইবনে হিব্বান, হাদিস : ৯৭৪)।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ