সৌদি আরব হজের সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার ঘোষণা দিয়েছে। এই প্রস্তুতির ঘোষণা দিয়েছে মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোর জন্য গঠিত রয়েল কমিশন। তারা বলেছে, ১৪৪৬ হিজরির হজের প্রস্তুতি শেষ করা হয়েছে। যার মধ্যে রয়েছে, মক্কা নগরীসহ পবিত্র স্থানগুলোর উন্নয়নে গৃহীত উচ্চমানের প্রকল্প ও উদ্যোগগুলোও।
কমিশন জানায়, এ বছর অবকাঠামো, যোগাযোগব্যবস্থা, মাঠ (হাজিদের অবস্থান স্থল) ও স্বাস্থ্যসেবাকে অন্তর্ভুক্ত করেছে তারা। পথচারীদের হাঁটার পরিবেশ উন্নত করতে ফুটপাত প্রশস্ত ও ছায়াযুক্ত করা হয়েছে। নামাজের স্থান এমনভাবে বিন্যস্ত করা হয়েছে, যেন ভিড় জমে না যায়। কমিশন হাজিদের চলাচল নির্বিঘ্ন করতে নতুন বাসসেবা চালু করেছে, যার মধ্যে ‘মক্কা বাসেস’ অন্যতম।
১৫ জিলকদ থেকে ৩০ জিলহজ পর্যন্ত ১২টি রুটে হাজিদের সেবা দেবে ৪০০ বাস। বাসগুলো চারটি স্টেশন ও ৪৩১টি স্টপেজে থামবে। হাজিদের সুবিধায় মক্কায় ট্যাক্সি পরিষেবা বিস্তৃত করা হয়েছে। তাতে চুক্তিভিত্তিক গাড়ি যুক্ত করা হয়েছে।
এ বছর হাজিদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে মুজদালিফায় রাবারের মেঝে, এক লাখ ৭০ হাজার বর্গমিটার পথচারী পথ তৈরি করা হয়েছে। তাপ নিয়ন্ত্রণ করতে রাস্তার পাশে ১০ হাজার গাছ লাগানো হয়েছে।
এছাড়া, মিনায় ২০০ শয্যার হাসপাতাল স্থাপন করা হয়েছে এবং পথের ধারে ৭১টি জরুরি স্বাস্থ্যসেবা প্রদান কেন্দ্র। রাস্তার পাশে ছায়াযুক্ত বিরতির স্থান, ৪০০ ঠান্ডা পানির কল, দ্বিতলবিশিষ্ট তাঁবু এবং বহুতল টয়লেট নির্মাণ করা হয়েছে। গত বছর চালু হওয়া ইলেকট্রিক স্কুটার এ বছরও চালু থাকবে।
বিডি প্রতিদিন/কেএ