কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে ৭০ হাজার মার্কিন ডলারসহ এক বাংলাদেশি নাগরিক গ্রেফতার হয়েছেন। তার নাম আব্দুস সোবহান (৩৭)।
শনিবার দেশটির শুল্ক গোয়েন্দারা তাকে গ্রেফতার করেন। খবর এনডিটিভির।
শুল্ক দফতরের এক কর্মকর্তা জানান, আব্দুস সোবহান যে অর্থ উদ্ধার করা হয়েছে, ভারতীয় মুদ্রায় তার মূল্য ৪৭ লাখ ৪২ হাজার রুপি।
ওই অর্থ তার ব্যাগের একটি চোরা পকেটে রাখা ছিল বলে জানা গেছে। তার লক্ষ্য ছিল ঢাকার বিমান ধরা। শেষ পর্যন্ত তার আর ঢাকায় ফেরা হয়নি। এত টাকা নিয়ে তিনি কেন এবং কোথায় যাচ্ছিলেন তা এখনও স্পষ্ট নয়।
গ্রেফতারের পর শুল্ক দফতরের কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন।
বিডি প্রতিদিন/কালাম