চলতি বছরে পশ্চিমবঙ্গ থেকে এক কোটি সদস্য দলে যোগদান করাতে চাইছে বিজেপি। এই কথা জানিয়েছেন দলটির রাজ্য সভাপতি ও সংসদ সদস্য দিলীপ ঘোষ।
তিনি বলেন ‘গত বছর আমরা গেরুয়া শিবিরে ৪২ লাখ সদস্যকে তালিকাভুক্ত করেছিলাম। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ৮৬ লাখ ভোট পেয়েছিল। কিন্তু সদ্য সমাপ্ত লোকসভার ভোটে আমাদের দল এই রাজ্য থেকে ২.৩০ কোটি ভোট পেয়েছিল এবং এই ভোটারদের অর্ধেক সদস্যদের আমাদের দলে অন্তর্ভুক্তি করা উচিত।’
দিলীপ ঘোষ আরও জানান ‘আমরা আমাদের বর্তমান সদস্যদের পদগুলি নবীকরণ করবো এবং আমাদের লক্ষ্য পশ্চিমবঙ্গ থেকে এই বছরে এক কোটির বেশি সদস্যকে দলে অন্তর্ভুক্ত করা।’
এজন্য দলীয় কর্মীদের প্রক্রিয়া শুরু করার কথাও বলেন তিনি। আগামী ৬ জুলাই থেকে শুরু হবে সদস্য পদ দেওয়ার কাজ। এমনকি যারা বিজেপিকে ভোট দেয়নি তাদের কাছে গিয়েও দলীয় কর্মীদের দলের ভালো দিক তুলে ধরার আহ্বান জানান দিলীপ ঘোষ।
তিনি বলেন ‘অন্য রাজ্যে বিজেপি তাদের সদস্য সংখ্যা ২০-৩০ শতাংশ বৃদ্ধি পাওয়ার কথা ভাবতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের প্রেক্ষাপট একটু আলাদা। এই মুহূর্তে এই বাংলাই এখন দেশের সমস্ত ভাবনার মূল কেন্দ্রবিন্দু। আমাদের দলের সদস্যপদকে দ্বিগুণ করা উচিত।’
বিডি প্রতিদিন/হিমেল