মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতাসহ দেশটির দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৩ দশমিক ৬।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল হাওড়া জেলায় মাটির ১০ কিলোমিটার গভীরে।
কম্পন অনুভূত হয়েছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন, বেলদা, ঘাটালে। হুগলিতেও কম্পন অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ডের জন্য এই কম্পন স্থায়ী ছিল।
এদিকে, ভূমিকম্পন বুঝতে পেরে ঘর-বাড়ি ছেড়ে আতঙ্কে রাস্তায় নেমে আসে মানুষজন। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সূত্র: আনন্দবাজার পত্রিকা
বিডি-প্রতিদিন/মাহবুব