১১ সেপ্টেম্বর, ২০২০ ২২:৫৯

সড়ক দুর্ঘটনায় কলকাতার প্রথম নারী ওসির মৃত্যু

অনলাইন ডেস্ক

সড়ক দুর্ঘটনায় কলকাতার প্রথম নারী ওসির মৃত্যু

দেবশ্রী চট্টোপাধ্যায়

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন পশ্চিমবঙ্গে কলকাতার প্রথম নারী ওসি দেবশ্রী চট্টোপাধ্যায়। এতে তার দেহরক্ষী ও গাড়ির চালকও নিহত হয়েছেন।

শিলিগুড়ির ডাবগ্রামে কাজ সেরে রাতেই কলকাতা ফেরার জন্য রওয়ানা হয়েছিলেন দেবশ্রী চট্টোপাধ্যায়। সারারাত তার গাড়ি চলেছিল। ভোর ছয়টা নাগাদ দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে তার গাড়ি প্রচণ্ড গতিতে চলছিল। হুগলির দাদপুরে গাড়িটি একটি দাঁড়িয়ে থাকা বালু বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা মারে। গাড়ির সামনেটা পুরো দুমড়ে-মুচড়ে যায়।

কাছাকাছি থাকা পুলিশ এসে দেবশ্রী, তার দেহরক্ষী তাপস বর্মন, চালক মনোজ সাহার দেহ উদ্ধার করে। হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়। 

হুগলি পুলিশ প্রাথমিক তদন্তের পর মনে করছে, গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। তাই খুব জোরে গাড়িটি গিয়ে ট্রাককে আঘাত করে। 

দেবশ্রী কলকাতা পুলিশের চাকরিতে যোগ দিয়েছিলেন সাব ইন্সপেক্টর হিসাবে। পরে তিনি উত্তর বন্দর থানার ওসি হন। কলকাতার প্রথম নারী ওসি ছিলেন তিনি। তিনি ছিলেন দক্ষ ও কড়া অফিসার। মাঝখানে গোয়েন্দা বিভাগেও ছিলেন। তার স্বামীও আগে কলকাতা পুলিশের অফিসার ছিলেন।  

সূত্র : জি নিউজ

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর