আগামী বছরের গোড়ার দিকে (এপ্রিল-মে) পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগেই বাংলাদেশসহ তিন দেশ থেকে আসা উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া হবে বলে জানালেন বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গতকাল বুধবার (১৬ ডিসেম্বর) উত্তর ২৪ পরগনা জেলার বিরাটির বণিক মোড়ে দলীয় সভা থেকে তিনি এই ঘোষণা দেন ।
তিনি জানান, যে মানুষগুলো পৈত্রিক ভিটা, মা, বোনের সম্মান বাঁচাতে বাংলাদেশ ছেড়েছিল, তাদের এক কাঠা জমি দেওয়া হয়নি, নাগরিকত্ব দেওয়া হয়নি। এখনও তারা মনে মনে উদ্বাস্তু। তাই নরেন্দ্র মোডি বলেছিলেন আমরা জিতলে নাগরিকত্ব দেবো এবং দ্বিতীয়বার সরকারে এসেই ‘সংশোধিত নাগরিকত্ব আইন’ (সিএএ) পাস করে-লাখ লাখ মানুষের নাগরিকত্ব সুনিশ্চিত করা হয়েছে। আর ভোটের আগেই সবাই সেই নাগরিকত্ব পাবেন। এটা একমাত্র বিজেপি বলেছে এবং বিজেপিই করেছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ