কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচনী প্রচারণায় যেয়ে আহত হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার সেখানেই তাকে দেখতে গিয়ে কেঁদে ফেলেছেন তারকা-সাংসদ মিমি চক্রবর্তী।
হাসপাতালের বাইরে সংবাদমাধ্যমের সঙ্গে কথার সময় কেঁদে ফেলেন এই অভিনেত্রী। তিনি চান এই মুহূর্তে মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠুন। তার মতো এই প্রার্থনা যেন সবাই করেন, অনুরোধ জানান অভিনেত্রী। তার ভাষায়, দিদির জন্যই তো পুরো বাংলা। আজ তিনিই হাসপাতালে আছেন। এটা আমাদের কারোরই ভালো লাগছে না।
পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মিমি যখন হাসপাতালে মমতার পাশে, তখন মুখ্যমন্ত্রীর আর এক ‘অভিনেত্রী মেয়ে’ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ছিলেন বাঁকুড়ায়। সেখানে বিধানসভা নির্বাচনে লড়ছেন তিনি। প্রচারের পাশাপাশি উপোস করে মুখ্যমন্ত্রীর নামে পূঁজা দিয়েছেন স্থানীয় এক্তেশ্বর মন্দিরে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ