আফগানিস্তানের রাজধানী কাবুলে ট্যাংকার বিস্ফোরণে নিহত ৪ হয়েছে। এ ঘটনায় খোঁজ মিলছে না আরও অন্তত ৫ জনের, এছাড়া ১০ জন আহত হয়েছেন। খবর সিনহুয়ার।
জানা গেছে, কাবুল থেকে উত্তরাঞ্চলীয় প্রদেশগামী মহাসড়কের পাশে পার্কিং করা ট্যাংকারে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। সেখানে কাবুলে প্রবেশের অপেক্ষায় প্রায় ৩০ টি তেল ট্যাংকার পার্কিং করা ছিল।
এদিকে, এই দুর্ঘটনা সন্ত্রাসী হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও এর দায় এখনো কেউ স্বীকার করেনি। আফগান পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
বিডি-প্রতিদিন/শফিক