২৯ সেপ্টেম্বর, ২০২২ ১০:৩৮

পূজা মণ্ডপের উদ্বোধনে এসে কাঁধে ঢাক তুলে বাজালেন মমতা

দীপক দেবনাথ, কলকাতা

পূজা মণ্ডপের উদ্বোধনে এসে কাঁধে ঢাক তুলে বাজালেন মমতা

ছবি- দীপক দেবনাথ।

দেবীপক্ষ শুরু হওয়ার অনেক আগে থেকেই কলকাতার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ গুলিতে গিয়ে উদ্বোধন শুরু করে দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর ভার্চুয়ালি উদ্বোধন করেছেন রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা একাধিক পূজা মণ্ডপের। 

পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনৈতিক নেতানেত্রী বা অন্যান্য তারকাদের চেয়ে পূজা উদ্বোধনে এখন পর্যন্ত মমতা ব্যানার্জি এগিয়ে। পরিসংখ্যান বলছে, বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত কয়েক শতাধিক পূজা মণ্ডপ উদ্বোধন করে ফেলেছেন তৃণমূল নেত্রী। 

এবার পশ্চিমবঙ্গের দুর্গাপূজাকে স্বীকৃতি দিয়ে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ফলে রাজ্য জুড়ে অনেক আগেই উৎসবের আবেশ তৈরি হয়েছিল, এবার মুখ্যমন্ত্রীর হাত ধরে তা চূড়ান্ত রূপ পাচ্ছে। আর এবার পূজামণ্ডপ গিয়ে নিত্যনতুন রূপে ধরা দিচ্ছেন মমতা। কখনো মন্ত্রপাঠ, কখনো আবার দেবী দুর্গার চোখ আঁকছেন। আর বুধবার (২৮ সেপ্টেম্বর) তৃতীয়ার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার সুরুচি সংঘের পূজামণ্ডপের উদ্বোধনে এসে ঢাক কাঁধে তুলে নিয়ে ঢাক বাজাতে শুরু করে দেন মমতা ব্যানার্জি। 

কলকাতার পূজাগুলোর মধ্যে অন্যতম সুরুচি সংঘের পুজো। এদিন সেই মন্ডপে প্রবেশের মুখেই নিজের বাম কাঁধে ঢাক তুলে নেন মমতা ব্যানার্জি, এরপর ঢাক বাজাতে বাজাতেই হেঁটে কাঁচি দিয়ে ফিতে কেটে প্যান্ডেলের ভিতর প্রবেশ করেন। পরে আল্পনার উপর ঢাক রেখে পেশাদারী ঢাকির কায়দায় ফের ঢাক বাজান মুখ্যমন্ত্রী। 

এসময় মমতার পাশেই ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, কাঁশর বাজিয়ে মমতাকে যোগ্য সঙ্গ দেন অরূপ বিশ্বাস। পরে মমতার নির্দেশে ঢাক বাজান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তৃণমূল বিধায়ক দেবাশীষ কুমার। এরপর প্রদীপ জ্বালিয়ে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পরে সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন তিনি। উৎসবের দিনগুলিতে শান্তি ও সম্প্রীতির বজায় রাখার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর