৫ অক্টোবর, ২০২২ ২৩:৩৩

পশ্চিমবঙ্গে প্রতিমা বিসর্জনের সময় দুর্ঘটনায় নিহত ২, নিখোঁজ একাধিক

দীপক দেবনাথ, কলকাতা :

পশ্চিমবঙ্গে প্রতিমা বিসর্জনের সময় দুর্ঘটনায় নিহত ২, নিখোঁজ একাধিক

বিজয়া দশমীতে ভয়াবহ দুর্ঘটনা পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায়। হঠাৎ করেই হড়পা বানে ভেসে গেলেন বেশ কয়েকজন। স্থানীয় সূত্র জানিয়েছে, প্রতিমা বিসর্জনের সময় দুর্ঘটনায় নদীর পানির স্রোতে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জনের। যদিও সরকারিভাবে এখনো ২ জনের মৃত্যুর কথা স্বীকার করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

বুধবার রাতে ওই জেলার মাল বাজারের মাল নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন করতে আসে মালবাজার শহর ও চা বাগান সংলগ্ন বেশ কিছু পূজা কমিটি। এসময় হঠাৎ করে নদীতে পানির স্তর বেড়ে যায় এবং বহু লোক নদীর মধ্যে আটকে পড়ে। মুহূর্তের মধ্যে সেখানে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককেই পানির মধ্যে ভেসে চলে যেতে দেখা যায়। 

জানা গেছে, ঘটনার সময় চিৎকার করে অনেকেই প্রাণে বাঁচার সাহায্য চাইলেও- তা কারো পক্ষে করা সম্ভব হয়নি। চোখের সামনে নিকট আত্মীয় পরিজনদের এভাবে ভেসে যেতে দেখে অনেকে কান্নায় ভেঙে পড়েন। ঘটনার পরই দমকল বাহিনী এবং পুলিশ মানুষকে উদ্ধার করার জন্য তৎপর হয়ে ওঠে। আহত অবস্থায় বেশ কয়েকজনকে নদী থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হয়। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর