ফতোয়াকে বৈধ ঘোষণা করে দেওয়া আপিল বিভাগের সংক্ষিপ্ত আদেশের পর প্রায় ৪০ মাস হতে চলল কিন্তু পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়নি আজও। সংশ্লিষ্ট সূত্র বলছে, রায়টি লেখা ও রিভিশনের কাজ চলছে এখন। আইনজীবী ও আলেম সমাজের আশা, ফতোয়া প্রদান ও এর অপব্যবহার রোধের বিষয়ে একটি গাইডলাইন দেবেন সর্বোচ্চ আদালত।
আপিল বিভাগের ছয় সদস্যের একটি বেঞ্চ ফতোয়াকে বৈধ বলে ঘোষণা করেন ২০১১ সালের ১২ মে। হাইকোর্টের রায় আংশিক বাতিল করা হয় ওই আদেশে। কিছু পর্যবেক্ষণ ও নির্দেশনাসহ বলা হয়, ধর্মীয় বিষয় হিসেবে ফতোয়া দিতে পারবেন কেবল শিক্ষিত ও গ্রহণযোগ্য আলেমরাই। এটি মানা না মানা ঐচ্ছিক। এর নামে কাউকে কোনোরূপ শাস্তি দেওয়া যাবে না। কারও মর্যাদা ক্ষুণ্ন করে এমন ফতোয়াও দেওয়া যাবে না।
ফতোয়া নিয়ে আপিল আবেদনকারী মুফতি মো. তৈয়বের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সোয়া তিন বছরের বেশি সময় হয়ে গেলেও ফতোয়ার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়নি এখনো। কোনো সময়সীমা না থাকলেও একটি যৌক্তিক সময়ের মধ্যে রায় প্রকাশিত হওয়া উচিত।
পারিবারিক কলহের জের ধরে ২০০০ সালে রাগের মাথায় নওগাঁর শাহিদাকে তালাক দেন স্বামী। পরে ভুল বুঝতে পেরে স্ত্রীকে আবার গ্রহণ করতে চান তিনি। কিন্তু আজিজুল হক নামে স্থানীয় এক মাওলানা ফতোয়া দেন, তালাকের পর ‘হিল্লাবিয়ে’ ছাড়া পূর্বের স্ত্রীকে গ্রহণের সুযোগ ইসলামী আইনে নেই। তিন তালাকের পর তালাকদাতার আবার গ্রহণের ক্ষেত্রে স্ত্রীকে অন্যত্র স্বাভাবিক বিয়ে দেওয়ার (হিল্লাবিয়ে) ব্যাপারে মাওলানার এই মতামতকে আদালতের নজরে আনে সংবাদপত্র। এরপর সুয়োমটো রুলের শুনানি শেষে হাইকোর্ট ফতোয়াকে অবৈধ ও আইনবহির্ভূত বলে ঘোষণা করেন ২০০১ সালের ১ জানুয়ারি। বিচারপতি গোলাম রাব্বানী এবং বিচারপতি নাজমুন আরা সুলতানার এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন মুফতি মো. তৈয়ব ও মাওলানা আবুল কালাম আজাদ। ফতোয়াবিষয়ক আপিলের শুনানি শুরু হয় ২০১১ সালের ১ মার্চ। শেষ হয় ওই বছরের ৪ মে। শুনানিতে ছয় সদস্যের একটি বেঞ্চের নেতৃত্ব দেন তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। হাইকোর্টের শুনানিতে অংশ নেওয়ায় বিচারপতি নাজমুন আরা সুলতানা অনুপস্থিত ছিলেন এ মামলার আপিল শুনানিতে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আপিল আবেদনকারী আবুল কালাম আজাদের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক। অ্যামিকাস কিউরি হিসেবে এ মামলার শুনানিতে আইনজীবী টি এইচ খান, এম আমীর-উল ইসলাম, রফিক-উল হক, রোকন উদ্দিন মাহমুদ, মাহমুদুল ইসলাম, এম জহির, এ বি এম নূরুল ইসলাম, এ এফ হাসান আরিফ এবং এম আই ফারুকীর বক্তব্য গ্রহণ করেন আদালত। ফতোয়ার পক্ষে মত দেন অ্যামিকাস কিউরিদের অধিকাংশই। পক্ষে ছিল রাষ্ট্রপক্ষও। এ ছাড়া আদালতে মতামত দেন দেশের পাঁচ বিশিষ্ট আলেমও। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মুফতি মোহাম্মদ কেফায়াত উল্লাহ, গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার অধ্যক্ষ ও সম্মিলিত কওমি মাদ্রাসা বোর্ডের মহাসচিব মুফতি রুহুল আমিন, ঢাকার গেণ্ডারিয়ার নেসারিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি কফিল উদ্দিন সরকার, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের শিক্ষা সচিব মুফতি মিজানুর রহমান সাঈদ এবং ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের উপপরিচালক মুফতি আবদুল্লাহ আল মারুফ ফতোয়াকে ইসলামের অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করেন। মুফতি আবদুল্লাহ আল মারুফ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যুগান্তকারী রায়ে ফতোয়াকে বৈধতা দিয়েছেন আদালত। কিন্তু এত দিনেও একটি রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশিত না হওয়া অপ্রত্যাশিত। তিনি বলেন, বৈধতা দিয়ে আদালত ফতোয়ার অপব্যবহারের যে পথ রুদ্ধ করেছেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের বিলম্বে ব্যাহত হবে তার সুফল। আশা করি, ফতোয়ার অপব্যবহার রোধে একটি গাইডলাইন থাকবে পূর্ণাঙ্গ রায়ে।
শিরোনাম
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
ফতোয়ার পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষায় ৪০ মাস
আহমেদ আল আমীন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর