একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) বিরুদ্ধে সীতাকুণ্ডে গাড়ি পোড়ানোর দুই মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। গতকাল নির্ধারিত দিনে রাষ্ট্রপক্ষে মামলা দুটি অধিকতর তদন্তের আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে আদালত মামলা দুটি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন এবং আদালত অভিযোগ গঠনের শুনানির জন্য ১০ নভেম্বর সময় নির্ধারণ করেন। চট্টগ্রামের জেলা ও দায়রা জজ একেএম নাসিরউদ্দিন মাহমুদ এসব আদেশ দিয়েছেন। চট্টগ্রামের জেলা পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আবুল হাশেম বলেন, গাড়ি পোড়ানোর দুটি মামলার অধিকতর তদন্তের ওপর শুনানি হয়েছে। বিএনপি নেতা আসলাম চৌধুরীকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়ায় রাষ্ট্রপক্ষে অধিকতর তদন্তের আবেদন জানানো হয়েছিল। আদালত এ বিষয়ে পরে আদেশ দেবেন এবং ১০ নভেম্বর অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। তবে রাষ্ট্রপক্ষে অধিকতর তদন্তের আবেদন ছাড়া ?আসামিপক্ষ ফৌজদারি কার্যবিধির ২৪১ ধারায় মামলা থেকে অব্যাহতির আবেদনও জমা দিয়েছিলেন। তবে সেটির শুনানি হয়নি। গতকাল সকাল সোয়া ১০টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সালাহউদ্দিন কাদের চৌধুরীকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বেলা সোয়া ১১টার দিকে তাকে কারাগারে ফেরত নেওয়া হয়। এতে আদালত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আট প্লাটুন পুলিশ মোতায়েন করা হয় বলে জানান উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ। এর আগে মামলা দুটির অভিযোগ গঠনের শুনানিতে হাজির করানোর জন্য মঙ্গলবার রাতে তাকে কাশিমপুর কারাগার থেকে চট্টগ্রামে আনা হয়। বুধবার সকালে তাকে আদালতে হাজির করার সময় সাকা চৌধুরী ছিলেন হাস্যোজ্জ্বল। আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর পল্টনে খালেদা জিয়াকে জনসভার অনুমতি না দেওয়ার প্রতিবাদে এবং সালাহউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেফতারের গুজব তুলে ২০১০ সালের ৭ নভেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এবং সলিমপুর এলাকায় পৃথক দুই জায়গায় গাড়ি ভাঙচুর ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় বাঁশবাড়িয়া থেকে তিনজন এবং সলিমপুর থেকে একজনকে গ্রেফতার করে পুলিশ। পৃথক ঘটনায় সীতাকুণ্ড থানার এসআই গোলাম ফারুক ভূঁইয়া বাদী হয়ে ওই দিনই দুটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার হওয়া দুজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে জানান, সালাহউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে তারা গাড়ি ভাঙচুর ও আগুন দিয়েছিল। মামলা দুটি তদন্ত শেষে পুলিশ দুটি মামলাতেই সাকা চৌধুরীকে প্রধান আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এর মধ্যে বাঁশবাড়িয়ার ঘটনার মামলায় ১১ জন এবং সলিমপুরের মামলায় ৭ জনকে আসামি করা হয়। মামলার এজাহারে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীর নাম থাকলেও অভিযোগপত্রে তা বাদ দেওয়া হয়। এ কারণে রাষ্ট্রপক্ষের পিপি ২০১১ সালে এ অভিযোগপত্রের ওপর নারাজি দেন। এর আগে ১৫ জুন অভিযোগ গঠনের শুনানির জন্য সালাহউদ্দিন কাদের চৌধুরীকে আদালতে হাজির করা হয়েছিল।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
চট্টগ্রামে গাড়ি পোড়ানোর মামলা
সাকা চৌধুরীর অভিযোগ গঠনের শুনানি ১০ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর