রোহিঙ্গারা এমনিতেই এ দেশে অবৈধ। অথচ চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসে চাইলেই বাংলাদেশি হিসেবে পাসপোর্ট মেলে রোহিঙ্গাদের। বাংলাদেশিদের যেখানে পাসপোর্ট পেতে পোড়াতে হয় অনেক কাঠখড়, সেখানে রোহিঙ্গারা কিছু টাকা বেশি খরচ করলেই পেয়ে যান পাসপোর্ট। অভিযোগ রয়েছে, এ পাসপোর্ট দিয়েই তারা বিদেশে গিয়ে জড়িয়ে পড়েন নানান ধরনের অপরাধ কর্মকাণ্ডে। আর তাতে সম্মানহানি হয় বাংলাদেশের। তবে রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক ফজলুল হক। তার দাবি, ‘চট্টগ্রাম বিভাগের কোনো পাসপোর্ট অফিসে রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া হয় না। এ ছাড়া কোনো আবেদনকারীকে পাসপোর্ট দেওয়ার আগে পুলিশি তদন্ত পর্যালোচনা করা হয়। পুলিশি তদন্তে কারও বিরুদ্ধে নেতিবাচক রিপোর্ট থাকলে তাকে পাসপোর্ট দেওয়া হয় না।’ অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রামে রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়ার চক্রের সঙ্গে জড়িত পাসপোর্ট অফিসের কিছু অসাধু কর্মকর্তা, জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) কিছু অসাধু সদস্য এবং ১০ দালালের একটি শক্তিশালী সিন্ডিকেট। ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ করলেই একজন রোহিঙ্গা পেয়ে যান বাংলাদেশি পাসপোর্ট। এ জন্য তাদের যেতে হয় পাসপোর্ট অফিস-ডিএসবি-দালালদের সমন্বয়ে গঠিত সিন্ডিকেটের কাছে। অনুসন্ধানে আরও দেখা গেছে, এই সিন্ডিকেটে রয়েছে দালাল চক্রের সর্দার জহির, ভাগিনা ইলিয়াছ, সাতকানিয়ার পারভেজ, মনির হুজুর, জুয়েল, মেহেদী, লক্ষণ বাবু, ইলিয়াছ এবং কানু। রোহিঙ্গারা দালালদের পরামর্শে চট্টগ্রামে জেলার রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া এলাকার ঠিকানা ব্যবহার করে পাসপোর্টের জন্য আবেদন করে। পরে সিন্ডিকেটের তৎপরতায় এক মাসের মধ্যেই রোহিঙ্গারা পেয়ে যান বাংলাদেশি পাসপোর্ট। এ ব্যাপারে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছান দাবি করেন, ‘পাসপোর্ট তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখায় আবেদনগুলো যথাযথভাবে তদন্ত করা হয়। কোনো দালাল বা রোহিঙ্গার কাছ থেকে টাকা নিয়ে পক্ষে রিপোর্ট দেওয়া হয় না।’ চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে পরিচয় গোপন রাখার শর্তে কথা হয় এক দালালের সঙ্গে। তিনি জানান, ‘একজন রোহিঙ্গাকে পাসপোর্ট পেতে ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ করতে হয়। এই টাকার মধ্যে পুলিশ তদন্ত রিপোর্টের জন্য পাঁচ থেকে সাত হাজার, পাসপোর্ট অফিসকে পাঁচ থেকে আট হাজার, চেয়ারম্যান সনদের জন্য দুই হাজার টাকা দিতে হয়। বাকি টাকা দালাল পেয়ে থাকেন।
শিরোনাম
- বাগেরহাটে ভারতীয় নাগরিককে এনআইডি দেওয়ার অভিযোগ, দুদকের মামলা
- রাতের আঁধারে কুপিয়ে জখম, আরো একজন মারা গেছেন
- ফ্যাসিস্ট শেখ হাসিনার বিষয়ে নাক গলাতে চান না রাহুল গান্ধী
- পেছাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ
- পাকিস্তানে হামলা: কাশ্মীর নিয়ে নতুন করে কঠিন চাপে ভারত
- ঢাকার মূল সড়কে কোনো রিকশা চলতে পারবে না : ডিএনসিসি প্রশাসক
- কোম্পানীগঞ্জে প্রবাসীর ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ
- গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- কেন মধ্যপ্রাচ্য দিয়ে বিদেশ সফর শুরু করলেন ট্রাম্প?
- টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্কোয়াড দিল দক্ষিণ আফ্রিকা
- সৌদি আরবের সাথে ‘১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি’ হচ্ছে যুক্তরাষ্ট্রের
- পুশইন করা ৭৫ জনকে পরিবারের কাছে হস্তান্তর, ৩ ভারতীয়কে আদালতে প্রেরণ
- নাগরপুরে ইউপি চেয়ারম্যান শওকত আলী গ্রেফতার
- রাজশাহী নার্সিং কলেজে দু’পক্ষের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০
- ভারতের সাথে সংঘর্ষে ১১ সেনাসহ ৫১ জন নিহত : পাকিস্তান সেনাবাহিনী
- মাদারীপুরে হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
- ২০২৭ বিশ্বকাপে দেখা যাবে না রোহিত-কোহলিকে
- ১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কিনবে সরকার
- রাজনৈতিক দলের সঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যানের মতবিনিময় সভা
- হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৪০