বরিশালে সাত কোটি টাকার টেন্ডার ভাগাভাগি নিয়ে যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন তিনজন। অন্যদিকে লক্ষ্মীপুরের রায়পুরে এলজিইডির দুই কোটি ১৫ লাখ টাকার টেন্ডার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্থানীয় যুবলীগ নেতা-কর্মীরা এ ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
বরিশাল : জেলা শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রায় সাত কোটি টাকার টেন্ডার ভাগাভাগি নিয়ে যুব ও ছাত্রলীগ নেতা-কর্মীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ছাত্রলীগের জুবায়ের ও মুন্না এবং যুবলীগের সিজান আহত হয়েছেন। নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকায় গতকাল শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আবুল বাশারের বাসভবনের সামনে এই ঘটনা ঘটে। হামলায় আহতরা এমপি শওকত হোসেন হিরণের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। জানা যায়, বরিশাল ও ঝালকাঠিতে বিদ্যালয় ভবন নির্মাণের জন্য গত ১১ ডিসেম্বর ছয় কোটি ৭১ লাখ টাকার কাজের দরপত্র আহ্বান করা হয়। এর বিপরীতে সোমবার দরপত্র জমা দেওয়ার শেষ দিনে ১০৬টি দরপত্র জমা পড়ে। ১১ গ্রুপের এই কাজগুলো 'গুছ' করে ছাত্রলীগ ও যুবলীগের পৃথক তিনটি গ্রুপ। এরমধ্যে বিএম কলেজ ছাত্রলীগের যুগ্ম- আহ্বায়ক মঈন তুষার ৭ গ্রুপের দরপত্র পে-অর্ডারসহ জমা দেন। অন্যদিকে যুবলীগ নেতা সোয়েব আহম্মেদ সিজান ৮টি গ্রুপের বিপরীতে দরপত্র জমা দিলেও পে-অর্ডার জমা দেন চারটির। নিয়ম ভেঙে গতকাল বাকি চারটি কাজের পে-অর্ডার জমা দিতে সিজান নির্বাহী প্রকৌশলীর বাসভবনে গেলে মঈন তুষার, ফয়সাল আহমেদ মুন্নাসহ ৭-৮ জন বাধা দেন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। নির্বাহী প্রকৌশলী আবুল বাশার জানান, তার বাসার বাইরে মারামারি হয়েছে। তবে কে বা কারা কি কারণে মারামারি করেছে তার জানা নেই। কোতোয়ালি থানার ওসি জানান, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। লক্ষ্মীপুর : রায়পুরে গতকাল এলজিইডির দুই কোটি ১৫ লাখ টাকার টেন্ডার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উপজেলা যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান রাসেল ও যুগ্ম আহ্বায়ক আরিফের নেতৃত্বে ১৫/২০ জন এ ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় রায়পুর উপজেলা ও পৌর যুবলীগের কমিটি বাতিল ও তিন নেতাকে দল থেকে বহিস্কার করেছে জেলা যুবলীগ। রায়পুর সংশ্লিষ্ট ঠিকাদারররা জানান, পিডিপি-৩ প্রকল্পে দুটি প্যাকেজে ২ কোটি ১৫ লাখ টাকার দরপত্র আহবান ন করে এলজিইডি। এ কাজের নিয়ন্ত্রণ করতে না পেরে উপজেলা অফিস থেকে রাসেল ও আরিফের নেতৃত্বে ১৫-২০ জন টেন্ডারবাক্স ভাঙচুর করে শিডিউল ছিনিয়ে নেয়।
শিরোনাম
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
বরিশালে টেন্ডার ভাগাভাগি নিয়ে যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষ
লক্ষ্মীপুরে শিডিউল ছিনতাই
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর