রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

নারায়ণগঞ্জে মিস আয়ারল্যান্ড

নারায়ণগঞ্জে মিস আয়ারল্যান্ড

এক সপ্তাহের সফরে বাংলাদেশে এসেছেন 'মিস আয়ারল্যান্ড ২০১৪' মাকসুদা আকতার প্রিয়তি। সুবর্ণগ্রাম ফাউন্ডেশন পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল পরিদর্শনের জন্যই তার এ সফর। গত বৃহস্পতিবার থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মায়াদ্বীপের ঋষিপাড়ায় সুবর্ণগ্রাম ফাউন্ডেশন পরিচালিত স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত এ আয়ারল্যান্ড সুন্দরী। সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহেদ কায়েস জানান, 'প্রিয়তির সঙ্গে অনেক দিন ধরেই কথা হয়। সে ঋষিপাড়ায় সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের স্কুল দেখার আগ্রহ প্রকাশ করে। আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি। এক সপ্তাহের মতো থাকবে। প্রিয়তিকে কাছে পেয়ে মায়াদ্বীপের ঋষিপাড়ার শিক্ষার্থীরা দারুণ সময় কাটাচ্ছে। প্রিয়তি ১৩ বছর ধরে আয়ারল্যান্ডে বসবাস করছেন। এ বছরের শুরুতে তিনি মিস আয়ারল্যান্ড নির্বাচিত হন। এ ছাড়া পড়াশোনার পাশাপাশি পাইলট হওয়ার প্রশিক্ষণ নিয়েছেন। বর্তমানে দুই সন্তানসহ স্থায়ীভাবে আয়ারল্যান্ডে বসবাস করছেন তিনি।

 

 

সর্বশেষ খবর