রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের ভাগ্নে জ্যামির কাণ্ড

সাতক্ষীরায় কণ্ঠশিল্পীর সঙ্গে ফুর্তি করার সময় স্ত্রী-শাশুড়ি ও এলাকাবাসীর হাতে ধরা পড়লেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এমপির ভাগ্নে মাহমুদুল হক জ্যামি। স্বামীর অনৈতিক কর্মকাণ্ড নিজ চোখে দেখে প্রতিবাদ করায় উল্টো মারধর করে স্ত্রী ও শাশুড়িকে আহত করেছেন। শুক্রবার বিকালে শহরের আমতলা মোড়ে প্রকৌশলী কবির উদ্দিনের ভাড়া বাড়িতে কণ্ঠশিল্পী প্রিয়াংকা ওরফে পিংকি ঢালীর সঙ্গে ফুর্তি করা অবস্থায় তারা বাধা দিতে গেলে এ ঘটনা ঘটে। ঘটনার সময় এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে কোনো পদক্ষেপ না নিয়েই ঘটনাস্থল ত্যাগ করে। অভিযোগ পাওয়া গেছে, জ্যামির পরিচয় পাওয়ার পর এবং পুলিশের কাছে একটি ফোনকল এলে ব্যবস্থা না নিয়েই তারা ফিরে যায়। মাহমুদুল হক জ্যামি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এমপির ভাগ্নে ও সদর উপজেলার সুলতানপুর গ্রামের নাজমুল আরেফিন মিল্টুর ছেলে। এলাকাবাসী ও জ্যামির স্ত্রী বিপাশা ইয়াসমিন নাইচ জানান, আট বছর আগে প্রেমের সম্পর্ক ধরে জ্যামির সঙ্গে তার বিবাহ হয়। এর পর তাদের সংসারে দুটি সন্তান আসে। কিছু দিন যেতে না যেতেই স্বামীর অনৈতিক কর্মকাণ্ড ও মাদকাসক্ত হওয়ায় স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ সৃষ্টি হয়। এসবের প্রতিবাদ করায় জ্যামি হুমকিও দেন কয়েকবার। দুই বছর আগে মামার বাড়ি কালিগঞ্জ উপজেলার নলতা গ্রামের প্রভাষ ঢালীর মেয়ে কণ্ঠশিল্পী প্রিয়াংকা ঢালী ওরফে পিংকির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন জ্যামি। এর পর বাড়ি থেকে স্ত্রীকে বের করে দেন জ্যামি। দুই সন্তানকে নিয়ে তিন মাস আগে পার্শ^বর্তী মুনজিতপুর গ্রামের পিত্রালয়ে অবস্থান নেন স্ত্রী নাইচ। এ সুযোগে দেশের খ্যাতিমান কণ্ঠশিল্পী হিসেবে পিংকিকে প্রতিষ্ঠিত করার প্রলোভন দেখিয়ে শহরের আমতলা মোড়ে প্রকৌশলী কবির উদ্দিনের ভাড়া করা বাড়িতে বসবাস শুরু করেন জ্যামি।

সর্বশেষ খবর