রাজশাহীর গোদাগাড়ীতে সরকারি ওষুধ বিক্রির অভিযোগে ব্যবসায়ী রফিকুল ইসলামকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। রফিকুল উপজেলার গোগ্রাম ইউনিয়নের জগপুর বাজারের রাফিয়া ফার্মেসির মালিক।
গোদাগাড়ী থানা পুলিশ জানায়, সোমবার রাত ১০টায় ওই ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় বিনামূল্যে সরবরাহকৃত সেফরাডিন ৫০০ এমজি, ক্লঙ্িিলন ও এজিসিনসহ বিভিন্ন ধরনের ২৫০০ পিস সরকারি ট্যাবলেট ও ক্যাপসুল জব্দ করা হয়।