সড়ক দুর্ঘটনায় খুলনায় নানী-নাতি ও টাঙ্গাইলে এক শ্রমিক নেতা নিহত হয়েছেন। এ ছাড়া গাইবান্ধা, রাজশাহী, মানিকগঞ্জ ও পটুয়াখালীর কলাপাড়ায় নিহত হয়েছেন একজন করে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত -
খুলনা : খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা উপজেলার এমএম কলেজের কাছে গতকাল সড়ক দুর্ঘটনায় নানী-নাতি নিহত হয়েছেন। তারা হলেন- ফুলতলার উত্তরডিহি গ্রামে সখিনা বেগম ও তার নাতি রুমান। ফুলতলা থানার ওসি জানান, ভোরে নানী ও নাতির ক্ষতবিক্ষত লাশ সড়ক থেকে উদ্ধার করা হয়। ভারী যানবাহনের চাকায় পিষ্ট হয়ে তারা নিহত হয়েছেন। তবে ঘাতক যানবাহনটিকে শনাক্ত করা যায়নি। টাঙ্গাইল : মির্জাপুর উপজেলার কদিমধল্যা নামক স্থানে গতকাল মালবাহী ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে শ্রমিক নেতা আবুল কাদের নিহত হয়েছেন। কাদের টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের গোপালপুর শাখার যুগ্ম- সম্পাদক। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরও চারজন। গাইবান্ধা : সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটে ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে হিরু মহন্ত নামে এক যুবক নিহত হয়েছেন। হিরু উপজেলার গোবিন্দপুর গ্রামের কানচে মহন্তের ছেলে। রাজশাহী : পবা উপজেলার খয়রা নামক স্থানে গতকাল দুটি ট্রাকের সংঘর্ষে চাঁদ মিঞা নামে একজন নিহত হয়েছেন। তিনি শাহমুখদম থানার বড়বড়িয়া এলাকার কলিমুদ্দিনের ছেলে। মানিকগঞ্জ : মানিকগঞ্জ-হরিরামপুর সড়কের মুন্নু সিটির সামনে মাটিভর্তি ট্রাক এবং টেম্পোর সংঘর্ষে ফিরোজা বেগম নামে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর সাধন রাজবংশীকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। কলাপাড়া : কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের নাওভাঙ্গা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাক খাদে, তিন লাখ টাকার সার নষ্ট : রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ী সদর উপজেলার কালীবাড়ি নামক এলাকায় সোমবার রাতে সারবোঝাই ট্রাক খাদে পড়ে প্রায় তিন লাখ টাকার সার নষ্ট হয়ে গেছে। ট্রাকটি চট্টগ্রাম থেকে রাজবাড়ীর পাংশায় যাচ্ছিল।
পাংশার হাসান ট্রেডার্সের মালিক শুকুর বিশ্বাস জানান, তিনি চট্টগ্রাম থেকে ৪০০ বস্তা ডিএপি সার কিনে পাংশা আনছিলেন। বালিয়াকান্দি হয়ে পাংশা আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে ১৫৫ বস্তা সার নষ্ট হয়ে যায়।