রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

ছিনতাইকারীদের হাতে জাপানি গবেষক আহত

রাজশাহী মহানগরীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জাপানি গবেষক আহত হয়েছেন। নগরীর বিনোদপুরে র‌্যাব-৫ এর সদর দফতরের সামনে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)  গবেষণায় নিয়োজিত কিনজি চুজু (৩৭) বর্তমানে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন। তিনি রাবি উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক ড. মনজুর রহমানের তত্ত্বাবধানে আম নিয়ে গবেষণা করছেন। নগরীর আলো আশা স্কুলের গেস্ট হাউসে থাকেন তিনি।
রাবির উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক ড. মনজুর রহমান জানান, তিনি রাতে অটোরিকশায় ক্যাম্পাসের দিকে আসছিলেন। অটোরিকশাটি র‌্যাব অফিসের সামনে পৌঁছালে মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারী গতিরোধ করে ল্যাপটপের ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তার কাঁধে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে ওই অটোরিকশায় থাকা অন্য যাত্রীরা  কিনজি চুজুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে ভর্তি করেন।
কিনজি চুজু রামেক হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কামুক্ত। কিনজি সুস্থ হলে এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হবে বলে জানান রাবি শিক্ষক ড. মনজুর রহমান।

সর্বশেষ খবর