বিচারকের স্বাক্ষর জালিয়াতি মামলায় ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের পিয়ন শেখ মো নাঈমকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক মো শফিউল্লাহ সাংবাদিকদের এড়িয়ে আসামিকে গোপনে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। পরে ঢাকার আদালতের দুদকের জেনারেল রেকর্ড শাখার কর্মকর্তারা জানান, আসামি শেখ মো নাঈমকে তিন দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন বিচারক। এরই মধ্যে আসামিকে দুদকের আলাদা গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামি শেখ মো নাঈমকে ২৩ আগস্ট র্যাব-২ গ্রেফতার করে। এই আসামি আদালতের নথিপত্র জাল করে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে ভুয়া জামিননামা দিয়ে বিভিন্ন মামলার আসামিদের কারগার থেকে জামিনে মুক্তির ব্যবস্থা করেছেন। এর ফলে আদালতের ভাবমূর্তির চরম ক্ষতি হয়। এ ঘটনার সঙ্গে আদালতের অন্য কোনো কর্মকর্তা জড়িত আছেন কিনা এবং বাইরের প্রতারক ও জালিয়াত চক্রের নাম-ঠিকানাসহ গ্রেফতারের জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এর আগে এই আসামি আদালত থেকে কারা কর্তৃপক্ষের কাছে বিচারকের নকল স্বাক্ষর ও সিল দিয়ে প্রস্তুত করা ভুয়া জামিননামা পাঠিয়ে আসামিদের মুক্ত করেছিল। সেই ভুয়া জামিননামায় আসামিদের নাম-ঠিকানার পাশাপাশি স্থানীয় জামিনদারের পরিচয় এবং আসামিদের আইনজীবীর স্বাক্ষর ও সিল দেওয়া ছিল। তবে এসব বিষয়ে মামলার নথিপত্রে বিচারকের কোনো আদেশ ছিল না। এমনকি আসামিদের মুক্তির বিষয়ে আদালত থেকে কোনো আদেশও দেওয়া হয়নি কারা কর্তৃপক্ষকে। এ বিষয় নিয়ে ১২ জুলাই বাংলাদেশ প্রতিদিনে ‘বিচারকের স্বাক্ষর জালিয়াতি করে শতাধিক আসামি মুক্ত’ শিরোনামে প্রধান প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে রাজধানীর হাজারীবাগ থানায় করা ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের মামলার আসামিসহ চাঞ্চল্যকর খুনের মামলার আসামি, তালিকাভুক্ত ভয়ঙ্কর সন্ত্রাসী, মাদক ও জাল টাকার ব্যবসায়ীদের জালিয়াতি করে জামিনে মুক্ত করার কথা বলা হয়। পরে আদালতের নাজির উবাইদুল করিম আকন্দ বাদী হয়ে পেশকার মোসলেহ উদ্দিন ভূইয়া ও পিয়ন মো নাঈমের বিরুদ্ধে মামলা করেন।
শিরোনাম
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
জামিন জালিয়াতির কারিগর কোটিপতি পিয়ন রিমান্ডে
আদালত প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর