বিচারকের স্বাক্ষর জালিয়াতি মামলায় ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের পিয়ন শেখ মো নাঈমকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক মো শফিউল্লাহ সাংবাদিকদের এড়িয়ে আসামিকে গোপনে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। পরে ঢাকার আদালতের দুদকের জেনারেল রেকর্ড শাখার কর্মকর্তারা জানান, আসামি শেখ মো নাঈমকে তিন দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন বিচারক। এরই মধ্যে আসামিকে দুদকের আলাদা গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামি শেখ মো নাঈমকে ২৩ আগস্ট র্যাব-২ গ্রেফতার করে। এই আসামি আদালতের নথিপত্র জাল করে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে ভুয়া জামিননামা দিয়ে বিভিন্ন মামলার আসামিদের কারগার থেকে জামিনে মুক্তির ব্যবস্থা করেছেন। এর ফলে আদালতের ভাবমূর্তির চরম ক্ষতি হয়। এ ঘটনার সঙ্গে আদালতের অন্য কোনো কর্মকর্তা জড়িত আছেন কিনা এবং বাইরের প্রতারক ও জালিয়াত চক্রের নাম-ঠিকানাসহ গ্রেফতারের জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এর আগে এই আসামি আদালত থেকে কারা কর্তৃপক্ষের কাছে বিচারকের নকল স্বাক্ষর ও সিল দিয়ে প্রস্তুত করা ভুয়া জামিননামা পাঠিয়ে আসামিদের মুক্ত করেছিল। সেই ভুয়া জামিননামায় আসামিদের নাম-ঠিকানার পাশাপাশি স্থানীয় জামিনদারের পরিচয় এবং আসামিদের আইনজীবীর স্বাক্ষর ও সিল দেওয়া ছিল। তবে এসব বিষয়ে মামলার নথিপত্রে বিচারকের কোনো আদেশ ছিল না। এমনকি আসামিদের মুক্তির বিষয়ে আদালত থেকে কোনো আদেশও দেওয়া হয়নি কারা কর্তৃপক্ষকে। এ বিষয় নিয়ে ১২ জুলাই বাংলাদেশ প্রতিদিনে ‘বিচারকের স্বাক্ষর জালিয়াতি করে শতাধিক আসামি মুক্ত’ শিরোনামে প্রধান প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে রাজধানীর হাজারীবাগ থানায় করা ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের মামলার আসামিসহ চাঞ্চল্যকর খুনের মামলার আসামি, তালিকাভুক্ত ভয়ঙ্কর সন্ত্রাসী, মাদক ও জাল টাকার ব্যবসায়ীদের জালিয়াতি করে জামিনে মুক্ত করার কথা বলা হয়। পরে আদালতের নাজির উবাইদুল করিম আকন্দ বাদী হয়ে পেশকার মোসলেহ উদ্দিন ভূইয়া ও পিয়ন মো নাঈমের বিরুদ্ধে মামলা করেন।
শিরোনাম
- গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ
- পঞ্চদশ সংশোধনী : লিভ টু আপিলের দ্বিতীয় দিনের শুনানি চলছে
- শেখ হাসিনার রায়ের তারিখ ঘিরে আদালতপাড়ায় কড়া নিরাপত্তা
- বাংলাদেশে সফল নির্বাচন দেখতে চায় ইইউ
- দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- ঐক্যের খোঁজে জাতি, অনৈক্যে বিপর্যয় অনিবার্য
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- দুই ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
জামিন জালিয়াতির কারিগর কোটিপতি পিয়ন রিমান্ডে
আদালত প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর