বিদ্যুৎ খাতে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার প্রস্তুত। জ্বালানি নিরাপত্তার জন্য প্রয়োজনে সরকার কয়লা আমদানি করবে। গ্যাসের বিকল্প হিসেবে প্রাকৃতিক তরলীকৃত গ্যাস (এলএনজি) আমদানির বিষয়টি প্রক্রিয়াধীন। এলএনজি টার্মিনাল করা হচ্ছে। সিএনজি কীভাবে শিল্পে দেওয়া যায় তা নিয়ে মন্ত্রণালয় ভাবছে। তবে ভবিষ্যৎ জ্বালানি যেমন- গ্যাসের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। আর দেরিতে হলেও সরকার কয়লা উত্তোলনের প্রয়োজনীয়তা অনুভব করছে, যা ইতিবাচক। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে পাক্ষিক ‘এনার্জি অ্যান্ড পাওয়ার’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘জ্বালানি চ্যালেঞ্জেস-২০৩০’ শীর্ষক আলোচনা সভায় জ্বালানি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা এসব কথা বলেন।
‘এনার্জি অ্যান্ড পাওয়ার’ সম্পাদক মোল্লা আমজাদ হোসেইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, আমরা আমাদের সমস্যা চিহ্নিত করে যথাসময়ে তা নিরসনে সচেষ্ট রয়েছি। ২০৩০ সালে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। এ জন্য সময় মতো প্রাথমিক জ্বালানি সরবরাহই মূল চ্যালেঞ্জ। তিনি আরও জানান, এ মুহূর্তে নতুন ক্ষেত্র থেকে দেশীয় কয়লা উত্তোলনের সম্ভাবনা না থাকলেও বিদ্যমান কয়লার উত্তোলন প্রক্রিয়া উন্নততর করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাওয়ার সেক্টরে এমআইএস করার জন্য পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। আগামী তিন-চার বছরের মধ্যে পাওয়ার সেক্টর পুরোপুরি ডিজিটালাইজড হবে। আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আমরা দ্রুত ও কম মূল্যে বিদ্যুৎ পেতে পারি। এ ছাড়া সরকার বিদ্যুতের দাম পুনর্বিবেচনা করার কথা ভাবছে। এ জন্য আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রস্তাবও দিয়েছি। জ্বালানি বিশেষজ্ঞ এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. ম তামিম বলেন, আগামী তিন থেকে চার বছরের মধ্যে গ্যাসের উৎপাদন কমতে থাকবে। গ্যাস থাকলেও কূপের চাপ কমে যাওয়ায় উৎপাদনও কমে যাবে। জ্বালানি বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম বলেন, দেশে কয়লা উত্তোলন এখন টেকনিক্যাল বা ইকোনমিক ইস্যু নয়, পুরোপুরি রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। তবে দেরিতে হলেও সরকার এখন কয়লা উত্তোলনের প্রয়োজনীয়তা অনুভব করছে। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান এ আর খান। অনুষ্ঠানে অন্য অতিথিদের মধ্যে ছিলেন এনার্জি অ্যান্ড পাওয়ার-এর কন্ট্রিবিউটিং এডিটর ইঞ্জিনিয়ার খন্দকার আবদুস সালেক, বিদ্যুৎ বিভাগের পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. মিজানুর রহমান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হুমায়ূন রশিদ প্রমুখ।
শিরোনাম
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
- শ্রীপুরে উপজেলা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- ফিলিস্তিনপন্থী নেতা মাহমুদ খলিলকে আলজেরিয়া অথবা সিরিয়াতে প্রত্যাবর্তনের নির্দেশ
- একই সঙ্গে কুরআনের হাফেজ হলেন দুই ভাই
- ফ্রান্সে পেশাজীবী সংগঠনগুলোর ধর্মঘট, চাপে ম্যাক্রো
- ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক শফিকুর রহমানের স্মরণে শোকসভা
- নির্বাচন কমিশনের হাতেই থাকছে জাতীয় পরিচয়পত্র
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা
- কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজে নবীনবরন অনুষ্ঠিত
- মাদারীপুরের ডাসারে পুকুরে ডুবে দুই ভাই নিহত
- মাদারীপুরে দাফনের দেড় মাস পর ঠিকাদারের মরদেহ উত্তোলন
- রূপগঞ্জে শুরু হলো তিন দিনব্যাপী আইন শিক্ষার্থীদের বুট ক্যাম্প
- ফ্লোরিডায় তিন খুনের দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
- চট্টগ্রামে তিন শতাধিক মানুষ পেল চিকিৎসা ও ওষুধ
- ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড
- দুই মাসের মধ্যে ট্রাম্পের ২৫ শতাংশ জরিমানা শুল্ক থেকে মুক্তির আশা ভারতের
- পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে: সুলতান সালাউদ্দিন টুকু
আলোচনা সভায় বক্তারা
বিদ্যুৎ-জ্বালানি খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার প্রস্তুত
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় জলবায়ু অর্থায়ন ন্যায্যভাবে বণ্টন করতে হবে: পরিবেশ উপদেষ্টা
১ সেকেন্ড আগে | জাতীয়

বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
২ মিনিট আগে | দেশগ্রাম

ফিলিস্তিনপন্থী নেতা মাহমুদ খলিলকে আলজেরিয়া অথবা সিরিয়াতে প্রত্যাবর্তনের নির্দেশ
৪০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম