মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

পদ্মা হাসপাতালের বিরুদ্ধে জরিমানা

মৃত শিশু নিয়ে ব্যবসা

নিজস্ব প্রতিবেদক

মৃত শিশুকে এনআইসিইউতে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে রাজধানীর পদ্মা জেনারেল হাসপাতালের বিরুদ্ধে। গতকাল দুপুরে হাতিরপুলে ওই হাসপাতালের বিরুদ্ধে শিশুর স্বজনরা এ অভিযোগ করেন। নিহত শিশুর নাম জান্নাতুল নাঈমা (৮)। ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার মজিবুর রহমানের মেয়ে নাঈমা।

এনআইসিইউ পরিচালনার সক্ষমতা না থাকা সত্ত্বেও এনআইসিইউ বাণিজ্য এবং মৃত রোগীকে ভর্তি রেখে টাকা আদায়সহ অনেক অনিয়মের অভিযোগে পদ্মা জেনারেল হাসপাতালের আটজনকে ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে— দেলোয়ার  হোসেন, সিরাজুল ইসলাম, বাহাদুর ও ডা. সাকিব আল নাহিয়ানকে ২ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে দুই মাস করে কারাদণ্ড, সঞ্চিতা বিশ্বাস রিয়া ও নিরালা খাতুনকে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে দুই মাস করে কারাদণ্ড এবং শাহ আলম ও আবু সালেহ রিপনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। মৃত নাঈমার বাবা মজিবুর রহমান গতকাল সাংবাদিকদের জানান, মুখ দিয়ে ফেনা বের হওয়ায় রবিবার এই হাসপাতালে মেয়েকে ভর্তি করেন। কিন্তু ভর্তির পর কোনো স্বজনকে দেখা করতে দেওয়া হয়নি। এমনকি মেয়ের কী অবস্থা তাও জানানো হয়নি। শিশুটি মারা গেছে এ খবর র‌্যাব তাদের প্রথম জানায়। র‌্যাবের অভিযানে সময় মেয়ের মৃত্যুর খবর জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার টাকা ভাড়া হয়েছে। র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, অব্যবস্থাপনা ও অবহেলার কারণে শিশুটির মৃত্যু হয়েছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ শিশুর মৃত্যু সংবাদ তার পরিবারকে না দিয়ে তথাকথিত চিকিৎসা প্রদান করতে থাকে। একপর্যায়ে র‌্যাবের মোবাইল কোর্ট হাসপাতালে হাজির হলে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান। মৃত শিশুটিকে জীবিত দেখিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তার পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল।

সর্বশেষ খবর