শনিবার, ৪ জুন, ২০১৬ ০০:০০ টা
বিশিষ্টজনদের অভিমত

বিনা বিচারে আটক রাখা হচ্ছে মান্নাকে

নিজস্ব প্রতিবেদক

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে বিনা বিচারে আটক রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। তিনি বলেন, দেশের স্বার্থ বিকিয়ে দেওয়া হচ্ছে। গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে। এটা মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল না। গণতন্ত্রের জন্যই মুক্তিযুদ্ধ হয়েছে। অথচ গণতন্ত্রের সংগ্রামে অগ্রণী মান্নাকে বিনা বিচারে আটক রাখা হয়েছে। তাকে জামিন দেওয়া হচ্ছে না।

গতকাল বিকালে নাগরিক ঐক্যের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ সাগর-রুনি মিলনায়তন) এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সংগঠনের উপদেষ্টা এস এম আকরামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা আবু বক্কর সিদ্দিক, আতিকুর রহমান, খন্দকার সেলিম, শহীদুল্লা কায়সার প্রমুখ। ড. আসিফ নজরুল বলেন, মান্না সবসময়ই গণতন্ত্র ও বাক স্বাধীনতার পক্ষে সোচ্চার ছিলেন। তার গ্রেফতারের পর সবকিছুই মুখ থুবড়ে পড়েছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে মান্নার মুক্তির দাবি তুলতে হবে। জাফরুল্লাহ চৌধুরী মান্নাসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

সর্বশেষ খবর