চট্টগ্রাম মহানগরে পৃথক তিন খুনের ঘটনায় দুটি মামলা হয়েছে। পাঁচলাইশ থানার হামজারবাগে ছুরিকাঘাতে দুই যুবক খুনের ঘটনায় নিহতদের স্বজন জহির উদ্দিন বাদী হয়ে (মামলা নম্বর ১১) গত সোমবার রাতে একটি মামলা করেন। অন্যদিকে, ডবলমুরিং থানার পোস্তারপাড় এলাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিক খুনের ঘটনায় নিহতের বাবা বাবুল মিয়া বাদী হয়ে গতকাল সকালে থানায় একটি মামলা করেন। পাঁচলাইশ থানা সূত্রে জানা যায়, গত সোমবার রাত ৯টার দিকে নারীঘটিত বিষয় নিয়ে দুই পক্ষের বাকবিতণ্ডার জের ধরে ছুরিকাঘাতে খুন হন মো. ইয়াছিন (১৮) ও মিজানুর রহমান (১৭) নামে দুই যুবক। এর মধ্যে রাত ৯টার দিকে পাঁচলাইশ থানার এম নাজের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মিজান ও ১০টার দিকে বায়েজিদ থানার আমিন কলোনির আনসার ক্যাম্পের পাশের মাঠ থেকে মো. ইয়াছিনের (১৮) লাশ উদ্ধার করা হয়। দুজনের পিঠে ছুরিকাঘাতের চিহ্ন আছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় সোমবার রাতেই চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১২ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এরপর চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো- সজিব (২০), ফারুক (২০), সাগর (১৮) ও মহরম (১৯)। পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন মাহমুদ বলেন, ইয়াছিনের বাবা জহির উদ্দিন বাদী হয়ে গ্রেফতার চারজনসহ অজ্ঞাত ১২ জনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এদিকে ডবলমুরিং থানা সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় নগরের ডবলমুরিংয়ের পোস্তারপাড়ে ছুরি মেরে পোশাক শ্রমিক বদিউজ্জামান সাগরকে (১৯) হত্যা করা হয়। পোশাক কারখানায় কাজ করার সময় সেখানকার কারও সঙ্গে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। সাগর নগরীর দেওয়ানহাট এলাকায় থেকে একটি পোশাক কারখানার আয়রনম্যান হিসেবে কাজ করতেন। তার বাড়ি গাইবান্ধায়। ডবলমুরিং থানার এসআই শেখ মোহাম্মদ হোসাইন বলেন, পূর্ব শত্রুতার জেরে বদিউজ্জামান সাগর খুন হয়েছে বলে অভিযোগ করে নিহতের বাবা একটি মামলা করেছেন।
শিরোনাম
- বাংলাদেশি সমর্থকরা শীলঙ্কার জয়ের অপেক্ষায় রয়েছে : শানাকা
- গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ছাড়াল ৬৫ হাজার
- বয়স্কদের সুষম খাদ্য
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত
- আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় ইংল্যান্ডের
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
চট্টগ্রামে তিন খুনের ঘটনায় দুই মামলা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর