চট্টগ্রাম মহানগরে পৃথক তিন খুনের ঘটনায় দুটি মামলা হয়েছে। পাঁচলাইশ থানার হামজারবাগে ছুরিকাঘাতে দুই যুবক খুনের ঘটনায় নিহতদের স্বজন জহির উদ্দিন বাদী হয়ে (মামলা নম্বর ১১) গত সোমবার রাতে একটি মামলা করেন। অন্যদিকে, ডবলমুরিং থানার পোস্তারপাড় এলাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিক খুনের ঘটনায় নিহতের বাবা বাবুল মিয়া বাদী হয়ে গতকাল সকালে থানায় একটি মামলা করেন। পাঁচলাইশ থানা সূত্রে জানা যায়, গত সোমবার রাত ৯টার দিকে নারীঘটিত বিষয় নিয়ে দুই পক্ষের বাকবিতণ্ডার জের ধরে ছুরিকাঘাতে খুন হন মো. ইয়াছিন (১৮) ও মিজানুর রহমান (১৭) নামে দুই যুবক। এর মধ্যে রাত ৯টার দিকে পাঁচলাইশ থানার এম নাজের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মিজান ও ১০টার দিকে বায়েজিদ থানার আমিন কলোনির আনসার ক্যাম্পের পাশের মাঠ থেকে মো. ইয়াছিনের (১৮) লাশ উদ্ধার করা হয়। দুজনের পিঠে ছুরিকাঘাতের চিহ্ন আছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় সোমবার রাতেই চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১২ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এরপর চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো- সজিব (২০), ফারুক (২০), সাগর (১৮) ও মহরম (১৯)। পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন মাহমুদ বলেন, ইয়াছিনের বাবা জহির উদ্দিন বাদী হয়ে গ্রেফতার চারজনসহ অজ্ঞাত ১২ জনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এদিকে ডবলমুরিং থানা সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় নগরের ডবলমুরিংয়ের পোস্তারপাড়ে ছুরি মেরে পোশাক শ্রমিক বদিউজ্জামান সাগরকে (১৯) হত্যা করা হয়। পোশাক কারখানায় কাজ করার সময় সেখানকার কারও সঙ্গে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। সাগর নগরীর দেওয়ানহাট এলাকায় থেকে একটি পোশাক কারখানার আয়রনম্যান হিসেবে কাজ করতেন। তার বাড়ি গাইবান্ধায়। ডবলমুরিং থানার এসআই শেখ মোহাম্মদ হোসাইন বলেন, পূর্ব শত্রুতার জেরে বদিউজ্জামান সাগর খুন হয়েছে বলে অভিযোগ করে নিহতের বাবা একটি মামলা করেছেন।
শিরোনাম
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
- শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক
- ৮ বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার দুয়ারে ডসন
- ট্রাম্পের আল্টিমেটামের তোয়াক্কা করে না রাশিয়া