চট্টগ্রাম মহানগরে পৃথক তিন খুনের ঘটনায় দুটি মামলা হয়েছে। পাঁচলাইশ থানার হামজারবাগে ছুরিকাঘাতে দুই যুবক খুনের ঘটনায় নিহতদের স্বজন জহির উদ্দিন বাদী হয়ে (মামলা নম্বর ১১) গত সোমবার রাতে একটি মামলা করেন। অন্যদিকে, ডবলমুরিং থানার পোস্তারপাড় এলাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিক খুনের ঘটনায় নিহতের বাবা বাবুল মিয়া বাদী হয়ে গতকাল সকালে থানায় একটি মামলা করেন। পাঁচলাইশ থানা সূত্রে জানা যায়, গত সোমবার রাত ৯টার দিকে নারীঘটিত বিষয় নিয়ে দুই পক্ষের বাকবিতণ্ডার জের ধরে ছুরিকাঘাতে খুন হন মো. ইয়াছিন (১৮) ও মিজানুর রহমান (১৭) নামে দুই যুবক। এর মধ্যে রাত ৯টার দিকে পাঁচলাইশ থানার এম নাজের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মিজান ও ১০টার দিকে বায়েজিদ থানার আমিন কলোনির আনসার ক্যাম্পের পাশের মাঠ থেকে মো. ইয়াছিনের (১৮) লাশ উদ্ধার করা হয়। দুজনের পিঠে ছুরিকাঘাতের চিহ্ন আছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় সোমবার রাতেই চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১২ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এরপর চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো- সজিব (২০), ফারুক (২০), সাগর (১৮) ও মহরম (১৯)। পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন মাহমুদ বলেন, ইয়াছিনের বাবা জহির উদ্দিন বাদী হয়ে গ্রেফতার চারজনসহ অজ্ঞাত ১২ জনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এদিকে ডবলমুরিং থানা সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় নগরের ডবলমুরিংয়ের পোস্তারপাড়ে ছুরি মেরে পোশাক শ্রমিক বদিউজ্জামান সাগরকে (১৯) হত্যা করা হয়। পোশাক কারখানায় কাজ করার সময় সেখানকার কারও সঙ্গে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। সাগর নগরীর দেওয়ানহাট এলাকায় থেকে একটি পোশাক কারখানার আয়রনম্যান হিসেবে কাজ করতেন। তার বাড়ি গাইবান্ধায়। ডবলমুরিং থানার এসআই শেখ মোহাম্মদ হোসাইন বলেন, পূর্ব শত্রুতার জেরে বদিউজ্জামান সাগর খুন হয়েছে বলে অভিযোগ করে নিহতের বাবা একটি মামলা করেছেন।
শিরোনাম
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- পূর্বাচলে প্লট দুর্নীতি : শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- শেখ হাসিনা-রেহানার মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
চট্টগ্রামে তিন খুনের ঘটনায় দুই মামলা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর