Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ৩১ আগস্ট, ২০১৬ ২৩:৩৩

ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পলিটেকনিক ইনস্টিটিউট উত্তাল

টাঙ্গাইল প্রতিনিধি

ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পলিটেকনিক ইনস্টিটিউট উত্তাল

ছাত্রীকে বিয়ের প্রলোভনে অনৈতিক সম্পর্ক ও এর ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকির প্রতিবাদে শিক্ষকের বিচারের দাবিতে গতকাল দিনব্যাপী বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। টাঙ্গাইল মডেল থানার ওসি মো. নাজমুল হাসান ভুইয়া জানান, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক বিভাগের ইন্সট্রাক্টর আবদুর রহিম টেলিকমিনেকেশন বিভাগের ৩য় সেমিস্টারের ২য় বর্ষের ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক করে। দৈহিক সম্পর্কের সময় ওই শিক্ষক ভিডিও করে রাখেন। পরে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেখিয়ে ওই ছাত্রীকে একাধিকবার দৈহিক সম্পর্ক করে। পরে ওই ছাত্রী কয়েকবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। বিষয়টি গতকাল ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ে। অভিযুক্ত শিক্ষক আবদুর রহিমের বিচারের দাবিতে ছাত্র-ছাত্রীরা মিছিল-সমাবেশ করতে থাকে। এ সময় প্রিন্সিপাল মো. লুত্ফর রহমান ছাত্র-ছাত্রীদের শান্ত থাকার পরামর্শ দেন এবং উভয় পক্ষের অভিভাবক ও শিক্ষকদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠকে ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেওয়া হলে অভিযুক্ত শিক্ষক আবদুর রহিমের মা ও আত্মীয়স্বজনরা ওই ছাত্রীকে বউ হিসেবে নেওয়া হবে না বলে জানান। এ সময় উত্তেজিত ছাত্র-ছাত্রীদের থামাতে প্রিন্সিপাল শিক্ষক আবদুর রহিমকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানান। এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর