শিরোনাম
রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

রংপুরের শাওন এখন সঙ্গীহীন

শাহজাদা মিয়া আজাদ, রংপুর

রংপুরের শাওন এখন সঙ্গীহীন

সঙ্গীহীন জীবন কাটছে বাঘিনী শাওনের। তিন বছর আগে সাথী বাঘ সুলতানের মৃত্যুর পর শাওনের কপালে আর সঙ্গী জোটেনি। দীর্ঘদিন সঙ্গীহীন থাকায় খাওয়া-দাওয়া কমে গেছে।

ফুরিয়ে যাচ্ছে আয়ুষ্কালও। মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে শাওন। তাকে নিয়ে  বিপাকে পড়েছে রংপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ৩০ জুন ঢাকা চিড়িয়াখানায় জন্ম নেয় শাওন। বাঘ সুলতানের সাথী হিসেবে ২০১০ সালের জানুয়ারিতে শাওনকে রংপুরে আনা হয়। বাঘিনী ৩-৪ বছর বয়সে বয়োপ্রাপ্ত হয়। ৯০-১১০ দিন গর্ভধারণের পর ২-৫টি বাচ্চা দেয়। শাওনকে যখন আনা হয় তখন সুলতানের বয়স ১৭ বছর। সুলতান বয়সের ভারে নূব্জ্য হয়ে পড়ায় গর্ভধারণ করতে পারেনি শাওন। ২০১৩ সালের ডিসেম্বরে মারা যায় সুলতান। তখন থেকেই সঙ্গীহীন জীবন কাটছে শাওনের। কোনো পুরুষ সঙ্গী না থাকায় তাদের বংশবৃদ্ধির সুযোগ হয়নি। চিড়িয়াখানার প্রাণি তত্ত্বাবধায়ক (অ্যানিমেল কেয়ারটেকার) নজরুল ইসলাম জানান, দীর্ঘদিন সঙ্গীহীন থাকায় খাওয়া-দাওয়া কমে গেছে। হিট এলে তাকে খাঁচায় রাখা অসম্ভব হয়ে পড়ে।    চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. এস এম মোশাররফ হোসেন বলেন, বাঘের গড় আয়ু ১৫ থেকে ২০ বছর। সে হিসাবে শাওনের বয়স এখন ১৩ বছরের বেশি। তার জন্য পুরুষ সঙ্গী চেয়ে প্রাণিসম্পদ অধিদফতরে বিভিন্ন সময়ে চিঠি দেওয়ার পরও কাজ হয়নি। সর্বশেষ বুধবার ফের চিঠি দেওয়া হয়েছে। সঙ্গীহীন থাকায় শাওনের স্বাভাবিক চাঞ্চল্য কমে এসেছে, খাওয়া-দাওয়া কমিয়ে দিয়েছে। তাকে স্বাভাবিক রাখতে জরুরিভিত্তিতে পুরুষ সঙ্গী দরকার।

সর্বশেষ খবর