সারা দেশের মজলিসে শূরার সদস্যদের ভোটে জামায়াতের নতুন কেন্দ্রীয় আমির নির্বাচিত হয়েছেন দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ। তিনি মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক কেন্দ্রীয় আমির মাওলানা মতিউর রহমান নিজামীর স্থলাভিষিক্ত হলেন। কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে এরই মধ্যে তাকে শপথ পড়ানো হয়েছে। তবে গণমাধ্যমে এ বিষয়ে এখনো তথ্য দেয়নি জামায়াত। দলটির কেন্দ্রীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, পরিস্থিতি বুঝে এ বিষয়ে শিগগিরই ঘোষণা দেওয়া হবে। সূত্র জানায়, শনিবার রাতে রাজধানীর অজ্ঞাতস্থানে দলের মজলিসে শূরার অধিবেশনে তাকে শপথ পড়ান দলের প্রধান নির্বাচন কমিশনার ও কেন্দ্রীয় নেতা মাওলানা এটিএম মাসুম। জামায়াতের ঢাকা মহানগর শাখার এক নেতা এই তথ্য নিশ্চিত করলেও রাজধানীর কোথায় এ শপথ অনুষ্ঠিত হয়েছে তা জানাতে রাজি হননি তিনি। এ বিষয়ে গতকাল সন্ধ্যা পর্যন্ত দলের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। জামায়াতের একটি সূত্র জানায়, তিন সদস্যের প্যানেল থেকে সারা দেশের রোকনদের ভোটে মকবুল আহমাদ আমির পদে সর্বাধিক ভোট পেয়েছেন। ২২ সেপ্টেম্বর রাতে ভোট গণনা শেষে এ ফলাফল চূড়ান্ত করা হয়। মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী কারারুদ্ধ হওয়ার পর থেকেই ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পান দলের নায়েবে আমির মকবুল আহমাদ। নিজামীর ফাঁসি কার্যকরের পর দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নতুন আমির নির্বাচনের বাধ্যবাধকতার মধ্যে পড়ে জামায়াত। এরই অংশ হিসেবে গত ১০ আগস্ট আমির নির্বাচনের জন্য প্যানেল চূড়ান্ত করে জামায়াতের মজলিসে শূরা। ভোটের হিসাবে চূড়ান্ত প্যানেলে স্থান পান ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। ১৬ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে রোকনদের ভোট গ্রহণ করা হয়। দলের ৪২ হাজার ভোটার (রোকন) থাকলেও কতজন এই নির্বাচনে ভোট দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিজামীর ফাঁসি কার্যকরের কয়েক মাসের মাথায় আমির পদে আসীন হলেন মকবুল আহমাদ। দলীয় একটি সূত্র জানায়, নতুন আমির মকবুল আহমাদ দলের মজলিসে শূরার সদস্যদের সঙ্গে আলোচনা করে নতুন সেক্রেটারি জেনারেলের নাম ঠিক করবেন। এক্ষেত্রে বর্তমান ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা .শফিকুর রহমান ভারমুক্ত হতে পারেন। তবে এর আগে রোকনদের ভোটে নতুন মজলিসে শূরা গঠিত হবে। এই শূরা সদস্যদের পরামর্শ করেই দলের সেক্রেটারি জেনারেলসহ নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও কেন্দ্রীয় অন্যান্য পদে নতুন নেতা নিযুক্ত করবেন। দুই বছর মেয়াদি নতুন কমিটির কার্যক্রম আগামী বছরের ১ জানুয়ারি থেকে শুরু হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শিরোনাম
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে আপিলের চূড়ান্ত রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব