সারা দেশের মজলিসে শূরার সদস্যদের ভোটে জামায়াতের নতুন কেন্দ্রীয় আমির নির্বাচিত হয়েছেন দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ। তিনি মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক কেন্দ্রীয় আমির মাওলানা মতিউর রহমান নিজামীর স্থলাভিষিক্ত হলেন। কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে এরই মধ্যে তাকে শপথ পড়ানো হয়েছে। তবে গণমাধ্যমে এ বিষয়ে এখনো তথ্য দেয়নি জামায়াত। দলটির কেন্দ্রীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, পরিস্থিতি বুঝে এ বিষয়ে শিগগিরই ঘোষণা দেওয়া হবে। সূত্র জানায়, শনিবার রাতে রাজধানীর অজ্ঞাতস্থানে দলের মজলিসে শূরার অধিবেশনে তাকে শপথ পড়ান দলের প্রধান নির্বাচন কমিশনার ও কেন্দ্রীয় নেতা মাওলানা এটিএম মাসুম। জামায়াতের ঢাকা মহানগর শাখার এক নেতা এই তথ্য নিশ্চিত করলেও রাজধানীর কোথায় এ শপথ অনুষ্ঠিত হয়েছে তা জানাতে রাজি হননি তিনি। এ বিষয়ে গতকাল সন্ধ্যা পর্যন্ত দলের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। জামায়াতের একটি সূত্র জানায়, তিন সদস্যের প্যানেল থেকে সারা দেশের রোকনদের ভোটে মকবুল আহমাদ আমির পদে সর্বাধিক ভোট পেয়েছেন। ২২ সেপ্টেম্বর রাতে ভোট গণনা শেষে এ ফলাফল চূড়ান্ত করা হয়। মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী কারারুদ্ধ হওয়ার পর থেকেই ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পান দলের নায়েবে আমির মকবুল আহমাদ। নিজামীর ফাঁসি কার্যকরের পর দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নতুন আমির নির্বাচনের বাধ্যবাধকতার মধ্যে পড়ে জামায়াত। এরই অংশ হিসেবে গত ১০ আগস্ট আমির নির্বাচনের জন্য প্যানেল চূড়ান্ত করে জামায়াতের মজলিসে শূরা। ভোটের হিসাবে চূড়ান্ত প্যানেলে স্থান পান ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। ১৬ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে রোকনদের ভোট গ্রহণ করা হয়। দলের ৪২ হাজার ভোটার (রোকন) থাকলেও কতজন এই নির্বাচনে ভোট দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিজামীর ফাঁসি কার্যকরের কয়েক মাসের মাথায় আমির পদে আসীন হলেন মকবুল আহমাদ। দলীয় একটি সূত্র জানায়, নতুন আমির মকবুল আহমাদ দলের মজলিসে শূরার সদস্যদের সঙ্গে আলোচনা করে নতুন সেক্রেটারি জেনারেলের নাম ঠিক করবেন। এক্ষেত্রে বর্তমান ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা .শফিকুর রহমান ভারমুক্ত হতে পারেন। তবে এর আগে রোকনদের ভোটে নতুন মজলিসে শূরা গঠিত হবে। এই শূরা সদস্যদের পরামর্শ করেই দলের সেক্রেটারি জেনারেলসহ নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও কেন্দ্রীয় অন্যান্য পদে নতুন নেতা নিযুক্ত করবেন। দুই বছর মেয়াদি নতুন কমিটির কার্যক্রম আগামী বছরের ১ জানুয়ারি থেকে শুরু হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শিরোনাম
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
জামায়াতে নতুন আমির
নিজামীর জায়গায় মকবুল
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর