সারা দেশের মজলিসে শূরার সদস্যদের ভোটে জামায়াতের নতুন কেন্দ্রীয় আমির নির্বাচিত হয়েছেন দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ। তিনি মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক কেন্দ্রীয় আমির মাওলানা মতিউর রহমান নিজামীর স্থলাভিষিক্ত হলেন। কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে এরই মধ্যে তাকে শপথ পড়ানো হয়েছে। তবে গণমাধ্যমে এ বিষয়ে এখনো তথ্য দেয়নি জামায়াত। দলটির কেন্দ্রীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, পরিস্থিতি বুঝে এ বিষয়ে শিগগিরই ঘোষণা দেওয়া হবে। সূত্র জানায়, শনিবার রাতে রাজধানীর অজ্ঞাতস্থানে দলের মজলিসে শূরার অধিবেশনে তাকে শপথ পড়ান দলের প্রধান নির্বাচন কমিশনার ও কেন্দ্রীয় নেতা মাওলানা এটিএম মাসুম। জামায়াতের ঢাকা মহানগর শাখার এক নেতা এই তথ্য নিশ্চিত করলেও রাজধানীর কোথায় এ শপথ অনুষ্ঠিত হয়েছে তা জানাতে রাজি হননি তিনি। এ বিষয়ে গতকাল সন্ধ্যা পর্যন্ত দলের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। জামায়াতের একটি সূত্র জানায়, তিন সদস্যের প্যানেল থেকে সারা দেশের রোকনদের ভোটে মকবুল আহমাদ আমির পদে সর্বাধিক ভোট পেয়েছেন। ২২ সেপ্টেম্বর রাতে ভোট গণনা শেষে এ ফলাফল চূড়ান্ত করা হয়। মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী কারারুদ্ধ হওয়ার পর থেকেই ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পান দলের নায়েবে আমির মকবুল আহমাদ। নিজামীর ফাঁসি কার্যকরের পর দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নতুন আমির নির্বাচনের বাধ্যবাধকতার মধ্যে পড়ে জামায়াত। এরই অংশ হিসেবে গত ১০ আগস্ট আমির নির্বাচনের জন্য প্যানেল চূড়ান্ত করে জামায়াতের মজলিসে শূরা। ভোটের হিসাবে চূড়ান্ত প্যানেলে স্থান পান ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। ১৬ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে রোকনদের ভোট গ্রহণ করা হয়। দলের ৪২ হাজার ভোটার (রোকন) থাকলেও কতজন এই নির্বাচনে ভোট দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিজামীর ফাঁসি কার্যকরের কয়েক মাসের মাথায় আমির পদে আসীন হলেন মকবুল আহমাদ। দলীয় একটি সূত্র জানায়, নতুন আমির মকবুল আহমাদ দলের মজলিসে শূরার সদস্যদের সঙ্গে আলোচনা করে নতুন সেক্রেটারি জেনারেলের নাম ঠিক করবেন। এক্ষেত্রে বর্তমান ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা .শফিকুর রহমান ভারমুক্ত হতে পারেন। তবে এর আগে রোকনদের ভোটে নতুন মজলিসে শূরা গঠিত হবে। এই শূরা সদস্যদের পরামর্শ করেই দলের সেক্রেটারি জেনারেলসহ নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও কেন্দ্রীয় অন্যান্য পদে নতুন নেতা নিযুক্ত করবেন। দুই বছর মেয়াদি নতুন কমিটির কার্যক্রম আগামী বছরের ১ জানুয়ারি থেকে শুরু হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শিরোনাম
- তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে তৃতীয় দিনে আপিল শুনানি চলছে
- রুশ বোমারু বিমানের টহল, প্রথম পারমাণবিক মহড়ার প্রস্তুতি
- আজ সিইসির সঙ্গে বৈঠক করবে বিএনপি
- ফ্রাঙ্কফুর্টকে উড়িয়ে স্বরূপে ফিরল লিভারপুল
- রাজধানীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাত, দুই কলেজ শিক্ষার্থী আহত
- শাপলা না দেওয়ার আইনি ব্যাখ্যা দিলে অন্য প্রতীক বিবেচনা করা হবে: নাহিদ
- দুবাই ও মিয়ানমার থেকে এক লাখ টন চাল কিনছে সরকার
- একটি মার্কায় বেহেশতের গ্যারান্টি, প্রতারণা ছাড়া কিছু নয় : আমান উল্লাহ
- মাঝ আকাশে জ্বালানি লিক, ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ
- স্বর্ণের দাম কমেছে
- জেন জি বিক্ষোভে উত্তাল পেরু, রাজধানীতে জরুরি অবস্থা
- বৃহস্পতিবার সিইসির সঙ্গে বৈঠক করবে বিএনপি
- আফগানিস্তানকে ইনিংস ব্যবধানে হারালো জিম্বাবুয়ে
- অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স এলো ১৮৫ কোটি ডলার
- ৫০০ বছরে প্রথম, পোপের সঙ্গে প্রার্থনায় অংশ নেবেন ব্রিটিশ রাজা
- সিরিয়া পুনর্গঠনে ব্যয় হবে ২১৬ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংক
- এএফডি ও বিআইআইএসএস-এর যৌথ ব্যবস্থাপনায় সেমিনার
- নির্বাচন কমিশনের আচরণ নিরপেক্ষ মনে হচ্ছে না : নাহিদ
- একের পর এক পরিকল্পিত অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের ষড়যন্ত্র : আব্দুস সালাম
- নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে জেলেনস্কির বৈঠক